১৯ সদস্যের দল নিয়ে বাংলাদেশ আসছে আফগান যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২১ এএম, ০৪ সেপ্টেম্বর ২০২১
১৯ সদস্যের দল নিয়ে বাংলাদেশ আসছে আফগান যুবারা

তালেবান সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সফর করবে আফগানিস্তানের কোনো ক্রিকেট দল। এর আগে আফগানিস্তান মূল দলের পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা থাকলেও তা স্থগিত করেছিল আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। বাংলাদেশ সফরের জন্য ১৯ সদস্যের আফগানিস্তান যুব দল ঘোষণা করেছে এসিবি।

চলতি বছরের ৩১ আগস্ট আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে ভিসা জনিত সমস্যায় সফর পিছিয়ে যায়। অবশেষে ভিসা সমস্যার সমাধান হওয়ায় বাংলাদেশে আসছে আফগানিস্তানের যুবারা।

শনিবার (৪ আগস্ট) বাংলাদেশের মাটিতে পা রাখবে আফগানিস্তানের যুবারা। ঢাকায় পা রেখে সরাসরি সিলেটে চলে যাবে তারা। সেখানে তিন দিনের কোয়ারেন্টাইন শেষ করে অনুশীলন করবে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল।

আফগানিস্তান থেকে সবধরনের বিমান চলাচল বন্ধ থাকায় স্থলপথে পাকিস্তান আসবে আফগানিস্তান দল। সেখান থেকে বিমানে দুবাই হয়ে ঢাকায় আসবে তারা।

তালেবান সরকার ক্ষমতায় আসায় আফগানিস্তানের ক্রিকেট নিয়ে বেশ শঙ্কা দেখা দিয়েছিল। তবে তালেবানরা ক্রিকেট খেলতে অনুমতি দেওয়ায় সবধরনের শঙ্কা কেটে যায়। তালেবান সরকারের অনুমতি থাকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসছে তারা।

চলতি বছরের ১০ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে গড়াবে বহুল প্রতিক্ষীত এ সিরিজ। পাঁচ ওয়ানডের পর একটি টেস্ট ম্যাচেও মাঠে নামবে দুই দল। ২৫ সেপ্টেম্বর চার দিনের ম্যাচ শেষ হওয়ার পরের দিনই কাবুলের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে আফগানরা।

আগামী ২০২২ সালে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। বিশ্বকাপের শিরোপা ধরের রাখার মিশনে মাঠে নামবে বাংলাদেশ। শিরোপাজয়ী আকবররা বিশ্বকাপের আগে দেশ এবং দেশের বাইরে প্রচুর ম্যাচ খেলার সুযোগ পেলেও বর্তমান দল সে সুযোগ থেকে বঞ্চিত। মূলত করোনাভাইরাস মহামারির কারণে পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ দল।

আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ স্কোয়াড
সুলিমান আরবজাই, সুলিমান সাফি, বিলাল সায়েদী, বিলাল আহমেদ তারিন, কামরান হোটাক, নানগেয়ালিয়া খান, ইয়ামা আরব, ফয়সাল খান আহমেদজাই, মোহাম্মদ ইশাক জাজাই, ইজাজ আহমেদ আজাদ, জাহিদুল্লাহ সালিমি, মোহাম্মদউল্লাহ নাজিবউল্লাহ, ইজাজ আহমেদ আহমেদজাই, ইজহারউল্লাহ নাভিদ, শহীদ হাসানি, সাবাউন বানুরি, বিলাল সামি, মোহাম্মদ নাভিদ জাদরান ও আল্লাহনুর নাসেরি।

সিরিজ সূচি
১ম ওয়ানডে- ১০ সেপ্টেম্বর।
২য় ওয়ানডে- ১২ সেপ্টেম্বর।
৩য় ওয়ানডে- ১৪ সেপ্টেম্বর।
৪র্থ ওয়ানডে- ১৭ সেপ্টেম্বর।
৫ম ওয়ানডে- ১৯ সেপ্টেম্বর।
একমাত্র চারদিনের ম্যাচ- ২২-২৫ সেপ্টেম্বর।

*সিরিজের সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে ভারতকে হারিয়ে শুভসূচনা করতে চায় পাকিস্তান

বিশ্বকাপে ভারতকে হারিয়ে শুভসূচনা করতে চায় পাকিস্তান

ভারতকে অলআউট করেও স্বস্তিতে নেই ইংল্যান্ড

ভারতকে অলআউট করেও স্বস্তিতে নেই ইংল্যান্ড

৩২ ইনিংস কম খেলে শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

৩২ ইনিংস কম খেলে শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

টেস্ট খেলতে চান না মোস্তাফিজ

টেস্ট খেলতে চান না মোস্তাফিজ