পাকিস্তান ক্রিকেট থেকে মিসবাহ-ওয়াকারের পদত্যাগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৪ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২১
পাকিস্তান ক্রিকেট থেকে মিসবাহ-ওয়াকারের পদত্যাগ

চলতি বছরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার কিছুক্ষণ পরেই দলের ম্যানেজমেন্ট থেকে সরে দাঁড়ালেন প্রধান কোচ মিসবাহ উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনুস। অবশ্য দল ঘোষণার সময়ই প্রধান নির্বাচক এ বিষয়ে কিছুটা আভাস দিয়েছিলেন। এছাড়াও বেশ কিছুদিন ধরেই মিসবাহর ভবিষ্যত নিয়ে গুঞ্জন চলছিল।

দল ঘোষণার পরপরই জানা যায় পাকিস্তান দলের কোচিং প্যানেল থেকে পদত্যাগ করেছেন মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনুস। বিশ্বকাপ দল ঘোষণার দিন সকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনুসের পরিবর্তে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার সাকলাইন মোশতাক এবং আব্দুল রাজ্জাক।

ওয়েস্ট ইন্ডিজ শেষে দলের সাথে দেশে ফিরতে পারেননি প্রধান কোচ মিসবাহ উল হক। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সেখানে ১০ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। মিসবাহ জানিয়েছেন, কোয়ারেন্টাইনে থাকাকালীন এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ বিষয়ে মিসবাহ বলেন, ‘আমি জ্যামাইকাতে কোয়ারেন্টাইনে থাকার সময় অনেক কিছু নিয়ে ভাবার সুযোগ পেয়েছি। গত ২৪ মাসে আমি কি করেছি করেনি সব নিয়ে ভেবেছি। সামনের ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে পরিবারকে লম্বা সময়ের জন্য মিস করতে হতো। এছাড়া বায়ো-বাবলে থাকতে হতো। এ কারনেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও জানান, এটা সিদ্ধান্ত জানানোর সঠিক সময় না হলেও মানসিকভাবে ভালো না থাকায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।বলেন, ‘আমি জানি এ সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা সঠিক সময় না। সামনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মানসিকভাবে ভালো অবস্থায় নেই। তাই সবকিছু ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছি আমি।’

ওয়াকার ইউনুস তার সরে যাওয়ার বিষয়ে বলেন, ‘মিসবাহ যখন ওর সিদ্ধান্ত আমাকে জানায় এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেছিল। তখনই আমার জন্য কাজ আরও সহজ হয়ে যায়। কারণ আমরা একই সঙ্গে দায়িত্ব নিয়েছিলাম এবং একসাথে কাজ করেছি। এখন এক সাথে সরে যাচ্ছি।’

২০১৯ সালে একই সাথে পাকিস্তান দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনুস। বোর্ডের সাথে তাদের আরও এক বছরের চুক্তি বাকি ছিল। তবে সময়ের আগেই সরে দাঁড়ালেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মালিক-সরফরাজকে বাদ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

মালিক-সরফরাজকে বাদ দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

ক্রিকেটে ফিরলেন আকমল, লক্ষ্য এখন জাতীয় দল

ক্রিকেটে ফিরলেন আকমল, লক্ষ্য এখন জাতীয় দল

অপেক্ষা বাড়ালেন সাকিব

অপেক্ষা বাড়ালেন সাকিব

পিটারসেনের টেস্ট খেলুড়ে দেশের তালিকায় নেই বাংলাদেশ

পিটারসেনের টেস্ট খেলুড়ে দেশের তালিকায় নেই বাংলাদেশ