বিশ্বকাপের পর ভারতীয় কোচিং প্যানেলে আসছে পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৬ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২১
বিশ্বকাপের পর ভারতীয় কোচিং প্যানেলে আসছে পরিবর্তন

ভারতীয় ক্রিকেটে জোর গুঞ্জন চলছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন বিরাট কোহলি। তার জায়গায় সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিবেন ওপেনার রোহিত শর্মা। এরই মাঝে খবর এসেছে কোচিং প্যানেলেও আসবে পরিবর্তন।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিশ্বকাপের হেড কোচ রবি শাস্ত্রীসহ অন্তত তিনজন কোচ ভারতীয় দলের সাথে থাকবেন না। হেড কোচের সাথে চুক্তির মেয়াদ শেষ হলেও বাকিরা পদত্যাগ করবেন।

বিশ্বকাপের পরই রবি শাস্ত্রীর সাথে দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাথে চুক্তির মেয়াদ শেষ হবে। আগে থেকেই ধারণা করে হচ্ছে নতুন মেয়াদে রবি শাস্ত্রীর চুক্তি মেয়াদ বাড়ানো হবে না। বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ রামকৃষ্ণণ শ্রীধারও দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

তবে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর স্বপদে বহাল থাকবেন জানিয়েছে বিসিসিআই। তবে এরই মধ্যে বিশ্বকাপের দায়িত্ব নেওয়ার জন্য নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ভারতীয় জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এছাড়াও অনেকে কোচ হিসেবে সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগের নামও বলছে। তবে এ বিষয়েও শেবাগ কোনো কথা বলেননি।

বিসিসিআইয়ের বিভিন্ন সূত্র জানাচ্ছে, চলতি বছরে ডিসেম্বরে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের সময় হেড কোচ এবং অন্যান্য কোচেরা দায়িত্ব গ্রহণ করবেন। বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ না বাড়ালে কোচ ছাড়াই ঘরের মাঠে নিউজিল্যান্ডে বিপক্ষে সিরিজে মাঠে নামবে ভারত।

রবি শাস্ত্রীর অধীনে কোনো বিশ্বআসরের শিরোপা নিজেদের করে নিতে পারেনি ভারত। তবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতীয় দল। মূলত বৈশ্বিক আসরে কোনো শিরোপা এনে দিতে না পারায় শাস্ত্রীর সাথে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী নয় বিসিসিআই।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ডগড়া সেঞ্চুরিতে নিজেকে চেনালেন ওমানের জাতিন্দর

রেকর্ডগড়া সেঞ্চুরিতে নিজেকে চেনালেন ওমানের জাতিন্দর

বিশ্বকাপের পরদিনই ঢাকা আসছে পাকিস্তান

বিশ্বকাপের পরদিনই ঢাকা আসছে পাকিস্তান

দেড় যুগ পর পাকিস্তান সফর, নিরাপত্তায় খুশি নিউজিল্যান্ড

দেড় যুগ পর পাকিস্তান সফর, নিরাপত্তায় খুশি নিউজিল্যান্ড

বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সিরিজ সম্ভব নয় : রমিজ রাজা

বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সিরিজ সম্ভব নয় : রমিজ রাজা