ঘরোয়া ক্রিকেটে ফিরবেন না আমির!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৪ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১
ঘরোয়া ক্রিকেটে ফিরবেন না আমির!

ঘরোয়া ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তির দলে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ আমির। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এ চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। কারণ তিনি চলতি মৌসুমে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ফিরছেন না। তার পরিবর্তে জুনিয়র কোনো ক্রিকেটারকে চুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

প্রধান কোচ মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিসের সাথে ব্যক্তিগত সমস্যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মোহাম্মদ আমির। পাকিস্তান দলের কোচিং প্যানেলে থেকে এরা দুইজন সরে দাঁড়ালে জাতীয় দলের ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে না ফেরায় অতিশীঘ্রই জাতীয় দলের জার্সিতেও দেখা যাবে না তাকে।

আসন্ন মৌসুমের জন্য ঘরোয়া ক্রিকেটে ১৯১ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে পিসিবি। সেখানে এ ক্যাটাগরিতে ছিলেন মোহাম্মস আমির। এই ক্যাটাগরির ক্রিকেটারদের মাসে ১ লাখ ৮৫ হাজার পাকিস্তানি রুপি বেতন দেয় পিসিবি। সর্বোচ্চ আড়াই লাখ বেতন এ প্লাস ক্যাটাগরি আছেন ১০ জন ক্রিকেটার।

ঘরোয়া ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে নিজের নাম দেখে বেশ অবাক হয়েছেন মোহাম্মদ আমির। তার ভাষ্যমতে তিনি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে কোনো সিদ্ধান্ত নেননি।

আমির তার বদলি হিসেবে অন্য কোনো জুনিয়র ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে আনতে বলেছেন। এতে সেই জুনিয়র ক্রিকেটার তার পরিবারকে সহায়তা করতে পারবেন বলে মনে করেন তিনি।

আমির বলেন, ‘আমি জানতাম না আমি এ তালিকায় আছি। পিসিবির কাছে অনুরোধ আমার পরিবর্তে জুনিয়র ক্রিকেটারকে চুক্তিতে রাখা হোক। এতে সে উপকৃত হবে এবং পরিবারকে সহায়তা করতে পারবে। আমি ক্রিকেট থেকে সরছি না তবে পাকিস্তান থেকে সরছি। এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবো না।’

ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে আমিরকে রেখে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করার আগে আমিরের সাথে বোর্ডের যোগাযোগ হয়নি বলেও জানিয়েছেন।

 স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা মেট্টো বিলুপ্ত করে ময়মনসিংহ বিভাগীয় দল করার সুপারিশ

ঢাকা মেট্টো বিলুপ্ত করে ময়মনসিংহ বিভাগীয় দল করার সুপারিশ

স্কোয়াডে থাকলেও বিশ্বকাপ খেলা হচ্ছে না মাদুশাঙ্কা ও পেরেরার

স্কোয়াডে থাকলেও বিশ্বকাপ খেলা হচ্ছে না মাদুশাঙ্কা ও পেরেরার

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বুন্ডেল

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বুন্ডেল

নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের জন্য পাকিস্তানের দল ঘোষণা

নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের জন্য পাকিস্তানের দল ঘোষণা