ক্ষোভকে শক্তিতে পরিণত করতে বললেন রমিজ রাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ এএম, ২০ সেপ্টেম্বর ২০২১
ক্ষোভকে শক্তিতে পরিণত করতে বললেন রমিজ রাজা

প্রায় ১৮ বছর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। তবে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে গেছে কিউইরা। এর ফলে বেশ বিপাকেই আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সামনের কিছু আন্তর্জাতিক সিরিজ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

নিউজিল্যান্ড সিরিজ বাতিলের পর ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদ্র হতাশা প্রকাশ করেছিলেন। তবে পিসিবি সভাপতি ক্রিকেটারদের হতাশাকেই শক্তিতে পরিণত করতে বলেছে। এক ভিডিও বার্তায় এ আহবান জানান তিনি।

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর সিরিজ শেষ না করেই দেশে ফিরে গিয়েছিল লঙ্কানরা। এবার নিরাপত্তা হুমকির কথা মাথায় নিয়ে পাকিস্তান ছেড়েছে নিউজিল্যান্ড। সেসব থেকে দলকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে বলেন পিসিবি সভাপতি রজিম রাজা।

রমিজ রাজা বলেন, ‘এ যন্ত্রণাটা আমাদের সবার। আমাদের সবাইকে বিষয়টা ভাগাভাগি করে নিতে হবে। আমরা আগেও এ পরিস্থিতিতে পড়েছি। তা জয় করে সামনে এগিয়ে গিয়েছিলাম। আমাদের অনেক দৃঢ়তা আছে। আমাদের সমর্থকরা আমাদে উৎস হিসেবে কাজ করেন।’

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর একটি উপায় দেখেছেন পিসিবি প্রধান। এ বিষয়ে তিনি বলেন, ‘তোমাদের হতাশা মাঠে ঝেড়ে ফেলো। তোমরা যখন বিশ্বসেরা দল হয়ে উঠবে, তোমাদের সাথে খেলতে সব দল অপেক্ষা করবে। আমি সবাইকে বলি এটাকে শিক্ষা হিসেবে দেখতে, হতাশ হয়ো না।’

নিউজিল্যান্ড দলের সিরিজ বাতিল পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক সিরিজ আয়োজন শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। তবে পিসিবি সভাপতি জানিয়েছেন, তার পক্ষে যা করা সম্ভব সব কিছুই তিনি করবেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এবার পাকিস্তান সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া

এবার পাকিস্তান সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ড ইস্যুতে আইসিসির হস্তপেক্ষ চান ইনজামাম

নিউজিল্যান্ড ইস্যুতে আইসিসির হস্তপেক্ষ চান ইনজামাম

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

নিউজিল্যান্ডের সিরিজ বাতিলে ভারতের 'ষড়যন্ত্র' দেখছে পিসিবি কর্মকর্তা

নিউজিল্যান্ডের সিরিজ বাতিলে ভারতের 'ষড়যন্ত্র' দেখছে পিসিবি কর্মকর্তা