ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২১
ভারতের কোচ হওয়ার প্রস্তাবে জয়াবর্ধনের ‘না’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রবি শাস্ত্রী ভারতের হেড কোচ হিসেবে থাকছেন না। ইতিমধ্যেই তার স্থলাভিষিক্ত খোঁজার কাজ শুরু করে দিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআই থেকে পাওয়া প্রস্তাব ইতিমধ্যেই ফেরত পাঠিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে।

মাহেলা জয়াবর্ধনের থেকে বরং অনিল কুম্বলের নামটিই বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। কুম্বলে এর আগেও ভারতীয় দলের হেড কোচের দায়িত্বে ছিলেন। তবে বিরাট কোহলির সাথে বনিবনা না হওয়ায় কোচের পদ ছাড়তে হয়েছিল তাকে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে কুম্বলের সাথে যোগাযোগ করার আগে বিসিসিআই শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনকে প্রস্তাব দিয়েছিল। তবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জয়াবর্ধনে।

তবে জয়াবর্ধনে জানিয়েছেন, তিনি ফ্রাঞ্চাইজি লিগে কাজ করেই সন্তুষ্ট। এছাড়াও তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী। এতে করে পরিবারকে সময় দিতে পারবেন বলে জানান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্বে রয়েছেন মাহেলা জয়াবর্ধনে। বিসিসিআইয়ের নিয়মানুযায়ী ভারতীয় দলের কোচ অন্য কোনো দলের দায়িত্বে থাকতে পারবেন না। সেক্ষেত্রে ভারতীয় দলের কোচ হলে জয়াবর্ধনকে মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব ছাড়তে হবে।

মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়াও অনেকগুলো ফ্রাঞ্চাইজি লিগের কোচ হিসেবে কাজ করেন মাহেলা জয়াবর্ধনে। এ কারণেই মূলত ভারতের দায়িত্ব নেওয়া চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডকে দেখে নেওয়া ‘হুমকি’ রমিজ রাজার

নিউজিল্যান্ডকে দেখে নেওয়া ‘হুমকি’ রমিজ রাজার

শ্বশুরের জার্সি নম্বর এখন ‘জামাই’ আফ্রিদির

শ্বশুরের জার্সি নম্বর এখন ‘জামাই’ আফ্রিদির

ক্রিকেটকে বিদায় বললেন পেস বোলিং অলরাউন্ডার ট্রেগো

ক্রিকেটকে বিদায় বললেন পেস বোলিং অলরাউন্ডার ট্রেগো

কোচিং ছাড়ছেন রবি শাস্ত্রী, আলোচনায় কুম্বলে-লক্ষ্মণ

কোচিং ছাড়ছেন রবি শাস্ত্রী, আলোচনায় কুম্বলে-লক্ষ্মণ