শুক্রবারই সবকিছু বদলে গিয়েছে : নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৩ এএম, ২০ সেপ্টেম্বর ২০২১
শুক্রবারই সবকিছু বদলে গিয়েছে : নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী

নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল করার পর বিশ্বজুড়ে কিউইদের সমালোচনায় মুখর হয়েছেন সবাই। তবে এ ঘটনার ৪৮ ঘণ্টারও বেশি সময় পর এ বিষয়ে মন্তব্য করেছেন নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট ছিলেন। সে কারণে কিউই দলকে সফরের সবুজ সঙ্কেত দিয়েছিলেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডের ঠিক আগ মুহূর্তে সিরিজ বাতিল করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে নিউজিল্যান্ড। এনজেডসি তাদের বিবৃতিতে জানিয়েছিল তারা হুমকি পাওয়ায় সিরিজ স্থগিত করা হয়েছে।

সফর বাতিল হওয়ার দুইদিন পর বিশেষ বিমানে নিউজিল্যান্ড দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা দুবাই পৌঁছেছেন। নিউজিল্যান্ডের ৩৪ সদস্যের বহরের মধ্যে ২১ জন দুবাইয়ে পৌঁছে গেছেন।

দুবাইয়ে তারা ২৪ ঘন্টার আইসোলেশনে থাকবেন। এরপরই নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দিবেন তারা। তবে এখনও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

এনজেডসির দেওয়া বিবৃতিতে ডেভিড হোয়াইট বলেন, ‘শুক্রবারই (১৭ সেপ্টেম্বর) সবকিছু বদলে হয়েছে। হুমকি দেওয়ার কারণে আমাদের পরামর্শ বদলে যাওয়া আমরা এ পদক্ষেপ নিয়েছি।’

শেষ মুহূর্তে সিরিজ বাতিল করাকে দূর্ভাগ্য বলে আখ্যা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা। সম্ভাব্য আক্রমণের হুমকি পাওয়ায় সিরিজ বাতিল করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলে মনে করেন তিনি।

এ বিষয়ে ডেভিড হোয়াইট বলেন, ‘আমি এতটুকু বলতে পারি একটি নির্দিষ্ট গোষ্ঠী আমাদেরকে হুমকি দিয়েছিল। আমরা এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করবো না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এবার পাকিস্তান সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া

এবার পাকিস্তান সফর নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া

ক্ষোভকে শক্তিতে পরিণত করতে বললেন রমিজ রাজা

ক্ষোভকে শক্তিতে পরিণত করতে বললেন রমিজ রাজা

নিউজিল্যান্ড ইস্যুতে আইসিসির হস্তপেক্ষ চান ইনজামাম

নিউজিল্যান্ড ইস্যুতে আইসিসির হস্তপেক্ষ চান ইনজামাম

নিউজিল্যান্ডের সিরিজ বাতিলে ভারতের 'ষড়যন্ত্র' দেখছে পিসিবি কর্মকর্তা

নিউজিল্যান্ডের সিরিজ বাতিলে ভারতের 'ষড়যন্ত্র' দেখছে পিসিবি কর্মকর্তা