কথায় নয়, ইংল্যান্ডের কাছে প্রমাণ চান আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪২ এএম, ২০ সেপ্টেম্বর ২০২১
কথায় নয়, ইংল্যান্ডের কাছে প্রমাণ চান আফ্রিদি

করোনাভাইরাস মহামারির মধ্যেই ২০২০ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। তখন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছিল তারা পাকিস্তান সফরে করবে। তবে নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল করার পর ইংল্যান্ডের সফর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে ইংল্যান্ডের কাছে কাজের মাধ্যমে প্রমাণ চান সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

সর্বশেষ ২০২০ সালে করোনাভাইরাস মহামারির মধ্যে ইংল্যান্ড সফর করেছিল। এরই প্রতিদান হিসেবে ইংলিশদের পাকিস্তান সফরে আসা উচিত বলে মনে করেন সাবেক এ পাকিস্তানি অলরাউন্ডার।

তিনি টুইটে বলেন, ‘এখনই ইসিবির উচিত পাকিস্তানের প্রতি সম্মান প্রদর্শন করা। তবে সেটা কথায় নয়, কাজের মধ্য দিয়ে। পাকিস্তান বর্তমানে বেশ নিরাপদ দেশ। যদিও নিউজিল্যান্ডের কাছে তা মনে হয়নি।’

এ সময় করোনাভাইরাস মহামারির মধ্যে ইংল্যান্ড সফরের কথা তুলে ধরেন আফ্রিদি। বলেন, ‘ইসিবির অবশ্যই ভুলে যাওয়া উচিত নয় যে করোনার কঠিন সময়ে আমরা ইংল্যান্ড সফর করেছিলাম।’

চলতি বছরের অক্টোবরে ইংলিশদের পাকিস্তান সফরে আসার কথা। ১৩ এবং ১৪ অক্টোবর পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে দুইটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে তারা। সর্বশেষ ২০০৫ সালে পাকিস্তান সফর করেছিল ইংল্যান্ড। একই সময়ে ইংল্যান্ড নারী দল ইসলামাবাদে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড সিরিজ বাতিল করার পরও নির্ধারিত সময়ে ইংল্যান্ড দল পাকিস্তানের মাটিতে পা রাখবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্বশুরের জার্সি নম্বর এখন ‘জামাই’ আফ্রিদির

শ্বশুরের জার্সি নম্বর এখন ‘জামাই’ আফ্রিদির

বিশ্বকাপেই প্রতিশোধ নিতে চায় পাকিস্তান

বিশ্বকাপেই প্রতিশোধ নিতে চায় পাকিস্তান

না খেলে পাকিস্তান ত্যাগ, ক্রিকেটারদের দোষরোপ না করার অনুরোধ

না খেলে পাকিস্তান ত্যাগ, ক্রিকেটারদের দোষরোপ না করার অনুরোধ

নিউজিল্যান্ডের সিরিজ বাতিলে ভারতের 'ষড়যন্ত্র' দেখছে পিসিবি কর্মকর্তা

নিউজিল্যান্ডের সিরিজ বাতিলে ভারতের 'ষড়যন্ত্র' দেখছে পিসিবি কর্মকর্তা