চলেই গেলেন জালাল আহমেদ চৌধুরী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫২ এএম, ২২ সেপ্টেম্বর ২০২১
চলেই গেলেন জালাল আহমেদ চৌধুরী

ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। নেওয়া হয়েছিল হাসপাতালে। রাখা হয়েছিল আইসিইউতে। সেখানে দেওয়া হয়েছিল ভেন্টিলেশন সেবাও। তবে কোনকিছুতেই কাজ হলো না। চলেই গেলেন ক্রিকেট কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী (৭৪)।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্নইলাহি রাজিউন)। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ সেপ্টেম্বর জালাল আহমেদ চৌধুরীকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চলছিল তার চিকিৎসা।

এর আগে সেপ্টেম্বরের ১ তারিখ শ্বাসকষ্টের কারণে প্রথমবার আনোয়ার খান মর্ডান হাসপাতালে ভর্তি হয়েছিলেন জালাল আহমেদ চৌধুরী। ভালো হয়ে বাসায় ফিরলেও আবারও স্বাস্থ্যের অবনতি হয়। পরে ১৫ সেপ্টেম্বর আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সত্তর দশকে ক্রিকেটার ছিলেন জালাল আহমেদ চৌধুরী। এরপর আশির দশকে শুরু করেন কোচিং। দেশের অনেক তারকা ক্রিকেটার তার হাতে গড়া। এছাড়া ক্রিকেট নিয়ে সাংবাদিকতাও করেছেন তিনি।

দেশের ক্রিকেট সাংবাদিকদের মধ্যে অন্যতম অভিজ্ঞ লেখক জালাল আহমেদ চৌধুরী। পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকও ছিলেন সাবেক এ ক্রিকেটার।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেকে ভাগ্যবান মনে করছেন শামীম পাটোয়ারী

নিজেকে ভাগ্যবান মনে করছেন শামীম পাটোয়ারী

অধিনায়ক থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাবেন তামিম

অধিনায়ক থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাবেন তামিম

ভক্ত ও স্ত্রীর ইচ্ছাপূরণে ফিরতে চান নাসির

ভক্ত ও স্ত্রীর ইচ্ছাপূরণে ফিরতে চান নাসির

তামিম-রিয়াদের মাঝে ‘দ্বন্দ্ব’ খুঁজে পাননি বিসিবি সভাপতি

তামিম-রিয়াদের মাঝে ‘দ্বন্দ্ব’ খুঁজে পাননি বিসিবি সভাপতি