৪ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১
৪ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসর শুরুর নতুন তারিখ নির্ধারণ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ফ্রাঞ্চাইজি ভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্টটি চলতি বছরের ৪ ডিসেম্বর মাঠে গড়াবে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এলপিএল শুরুর তারিখ জানায় এসএলসি। এছাড়াও টুর্নামেন্টের জন্য বিদেশি খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলেও জানায় তারা।

এর আগে চলতি বছরের ৩০ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত এলপিএল আয়োজিত হওয়ার কথা ছিল। টুর্নামেন্ট পরিচালক জানায়, ওই সময়ে কাশ্মীর প্রিমিয়ার লিগ, সিপিএল, দ্যা হানড্রেডের মতো টুর্নামেন্টগুলো আয়োজিত হওয়ায় এলপিএল আয়োজনের সময় পুনর্বিবেচনা করতে হয়েছে।

এলপিএল শুরুর তারিখ ঘোষনা করলেও ফ্রাঞ্চাইজিদের সাথে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। প্রথম আসরে অংশ নেওয়া ডাম্বুলা ভাইকিংস এবং কলম্বো কিংসকে বাদ দিয়েছে এসএলসি।

একই ধারাবাহিকতায় বাদ পড়তে পারে প্রথম আসরের চ্যাম্পিয়ন জাফনা স্ট্যালিয়ন্স। তবে এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

বাদ পড়া দুই ফ্রাঞ্চাইজি বদলি কোনো ফ্রাঞ্চাইজির নাম এখনও ঘোষনা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট। এছাড়াও কয়টি দল এলপিএলে অংশ নিবে সেটাও এখন নিশ্চিত নয়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কলকাতার অধিনায়ক মরগ্যানকে ২৮ লাখ টাকা জরিমানা

কলকাতার অধিনায়ক মরগ্যানকে ২৮ লাখ টাকা জরিমানা

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং প্রকাশ

দুর্নীতির অভিযোগে আইসিসির কাঠগড়ায় স্যামুয়েলস

দুর্নীতির অভিযোগে আইসিসির কাঠগড়ায় স্যামুয়েলস

আইপিএল খেলতে এসে বিশ্বকাপ হারালেন স্টয়নিস

আইপিএল খেলতে এসে বিশ্বকাপ হারালেন স্টয়নিস