ভয়ডরহীন ক্রিকেটে খেলতে চায় আফগানরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৬ এএম, ১৮ অক্টোবর ২০২১
ভয়ডরহীন ক্রিকেটে খেলতে চায় আফগানরা

তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তান জুড়ে চলছে পালাবদল। ক্রিকেটও এর ব্যতিক্রম ছিল না। এতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে খেলতে প্রস্তুত হয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের মঞ্চে নিজেদের সেরাটাই দিতে চায় আফগানিস্তান দল।

তালেবান সরকার ক্ষমতা দখলের পরপরই আফগানিস্তান জুড়ে নিষিদ্ধ করা হয়েছি নারী ক্রিকেট। এর ফলে আফগানিস্তানে বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এছাড়াও কোনো পরামর্শ না করেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করায় অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেন রশিদ খান। এত টালমাটাল পরিস্থিতির মাঝেও দলকে নিয়ে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলতে মুখিয়ে আছেন অধিনায়ক মোহাম্মদ নবী।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করে সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন দুই আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী এবং রশিদ খান। তবে ভিসা জটিলতায় এখনও আফগানিস্তান দল বিশ্বকাপের ভেন্যুতে এসে পৌঁছায়নি। তাই তো একক অনুশীলন করছেন নবী এবং রশিদ খান।

বিশ্বকাপের স্কোয়াড নিয়ে বেশ খুশি অধিনায়ক নবী। তিনি বলেন, ‘অসাধারণ একটি দল। পুরো দল প্রায় দেড় মাস যাবত একসাথে অনুশীলন করছে। যদিও ভিসা সমস্যায় এখনও আরব আমিরাতে আসতে পারেনি। তবে তারা কাতারে ভালোই অনুশীলন করছে।’

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আফগান দলের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার গ্রান্ট ফ্লাওয়ার। তার উপস্থিতি দলকে চাঙ্গা করবে বলে মনে করেন নবী। বলেন, ‘সে (গ্রান্ট ফ্লাওয়ার) প্রত্যেক ক্রিকেটারের জন্য দারুণ একজন কোচ এবং মেন্টর। সে আরব আমিরাতের মাঠে সম্পর্কে অনেক ভালো জানে।’

এছাড়াও নিজেদের সেরা বোলিং ইউনিট নিয়েই মাঠে নামবেন বলে জানান আফগান অধিনায়ক। বলেন, ‘স্পিনার কিংবা পেসার যেই হোক, আমরা আমাদের সেরাটাই করবো।’

বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক হিসেবে দলের এবং নিজের সেরাটা বের করে আনতে চান তিনি। এছাড়াও দলকে নেতৃত্ব দিতেও মুখিয়ে আছেন বলে জানান তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইতিহাসের দ্বারপ্রান্তে সাকিব

ইতিহাসের দ্বারপ্রান্তে সাকিব

বিশ্বকাপে মুশফিককে নিয়ে চিন্তিত নয় রিয়াদ

বিশ্বকাপে মুশফিককে নিয়ে চিন্তিত নয় রিয়াদ

স্পিন নির্ভরতা থেকে বের হচ্ছে বাংলাদেশ

স্পিন নির্ভরতা থেকে বের হচ্ছে বাংলাদেশ

আফগান জুনিয়র নারী ফুটবল দলকে আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য

আফগান জুনিয়র নারী ফুটবল দলকে আশ্রয় দিচ্ছে যুক্তরাজ্য