রান তাড়ায় চাপে থাকে বাংলাদেশ : ওমান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ পিএম, ১৯ অক্টোবর ২০২১
রান তাড়ায় চাপে থাকে বাংলাদেশ : ওমান

প্রস্তুতি ম্যাচের পর বিশ্বকাপের প্রথম ম্যাচেও রান তাড়ায় হেরেছে বাংলাদেশ। ওমানের কাছে বাংলাদেশের ব্যাটিংয়ের দূর্বলতা হিসেবে দেখছে। দলটির লেগ স্পিনার খাওয়ার আলি জানিয়েছেন, রান তাড়ায় বাংলাদেশের দূর্বলতার কথা ভেবে পরিকল্পনা সাজাবেন তারা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। ১৪০ রান তাড়া করতে নেমে ৬ রান আগেই থামে বাংলাদেশের ইনিংস। ধীর গতির ইনিংস খেলে সমালোচিত হয়েছেন তিন সিনিয়র ক্রিকেটার। অপরদিকে আগ্রাসী ক্রিকেট খেলে প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছে ওমান।

মঙ্গলবার (১৯ অক্টোবর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং ওমান। এ ম্যাচে বাংলাদেশের বিপক্ষ আগ্রাসী ক্রিকেট খেলতে চায় ওমান। ওমানের লেগ স্পিনার খাওয়ার আলি বলেন, ‘ পাপুয়া নিউগিনির বিপক্ষে যে ধরনের আগ্রাসী ক্রিকেট খেলেছি সেটা খেলাই আমাদের ভাবনা। এভাবে খেললেই আমরা সফল হবো। কোনো পরিবর্তন আনার চিন্তা নেই।’

প্রথম ম্যাচ হেরে বাংলাদেশ কিছুটা চাপে আছে বলে মনে করেন ওমানের এ লেগ স্পিনার। তার মতে বাংলাদেশ চাপে থাকলেও ওমান নিজের খেলার দিকেই মনযোগ রাখছে। এছাড়াও বাংলাদেশের বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু ভাবছেন না।

খাওয়ার আলি বলেন, ‘বাংলাদেশ চাপে আছে। তবে আমরা আমাদের নিজেদের খেলাতে মনযোগ দিচ্ছি। নিজেদের পরিকল্পনায় অটুট থাকবো। আশা করি ফল আমাদের পক্ষেই আসবে।’

প্রস্তুতি ম্যাচের পর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও রান তাড়ায় ব্যর্থ ছিল বাংলাদেশ। তাই তো এ বিষয়টি নিয়েই পরিকল্পনা সাজাতে চায় স্বাগতিকরা। বলেন, ‘দেখে মনে হয়েছে, রান তাড়ায় সময় বাংলাদেশ চাপে থাকে। আমরা এ বিষয়ে লক্ষ্য রাখছি।’

স্কটল্যান্ডের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। যেকোনো এক ম্যাচে পার হড়কালেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতে পারে। সেই সাথে বাদ পড়লে পরের বিশ্বকাপের জন্য খেলতে বাছাই পর্ব। এমন অবস্থায় বাংলাদেশকে চেপে ধরতে চায় ওমান।

খাওয়ার আলি বলেন, ‘বাংলাদেশ আগের ম্যাচ হেরেছে। ওরা চাপে আছে। এ ম্যাচ জিততে মরিয়া থাকবে। তবে আমরা ইতিবাচক থাকবো।’

ওমানের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার সামর্থ্য আছে বলে বিশ্বাস করেন খাওয়ার আলি। বলেন, ‘আমাদের অনেক অলরাউন্ডার আছে। অনেকদিন ধরে একসাথে আমরা দল হয়ে খেলছি। তিন বিভাগেই ভালো করলে, বাংলাদেশকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওমানের বিপক্ষে ফিরছেন নাঈম

ওমানের বিপক্ষে ফিরছেন নাঈম

ওমানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

ওমানের বিপক্ষে বাংলাদেশের বাঁচা-মরার লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ডাবল হ্যাটট্রিক, বিরল রেকর্ডে কার্টিস ক্যাম্ফার

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ডাবল হ্যাটট্রিক, বিরল রেকর্ডে কার্টিস ক্যাম্ফার

আইপিএল খেলে সাকিব কতটা প্রস্তুত নাকি ক্লান্ত?

আইপিএল খেলে সাকিব কতটা প্রস্তুত নাকি ক্লান্ত?