বিশ্বকাপে রোহিতের সঙ্গী রাহুল, কোহলি নয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৭ এএম, ২০ অক্টোবর ২০২১
বিশ্বকাপে রোহিতের সঙ্গী রাহুল, কোহলি নয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন পেসার। তাই তো স্কোয়াড ঘোষণার পর থেকেই একাদশ কেমন তা নিয়ে শুরু হয়েছে বিভিন্ন জল্পনা-কল্পনা। স্কোয়াডে থাকা তিন ওপেনারের পাশাপাশি অধিনায়ক বিরাট কোহলিও নিয়মিত ওপেনিং করছেন। তাই তো জল্পনা-কল্পনা আরও বেড়েছে। তবে বিশ্বকাপে ওপেনিংয়ে নামছেন না অধিনায়ক কোহলি। জানালেন, তিন নম্বরেই ব্যাটিং করবেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিতই ওপেনিংয়ে খেলছিলেন বিরাট কোহলি। তাই তো ধারণা করা হয়েছিল ভারতীয় দলেও ওপেনিং পজিশনটা নিজের জন্য রাখবেন। তবে ওপেনিংয়ের সেই সুযোগ লোকেশ রাহুলকে দিচ্ছেন তিনি।

আইপিএলের ১৪তম আসরে দুর্দান্ত খেলেছিলেন লোকেশ রাহুল। পাঞ্জাবের হয়ে ১৩ ম্যাচে ৬২.৬০ গড়ে ৬২৬ রান করেন। সেখানে তার স্ট্রাইকরেট ছিল ১৩৮.৮০। এমন পারফর্মন্সের কল্যাণেই রোহিত শর্মা সঙ্গী হিসেবে রাহুলকেই বিবেচনা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

আইপিএলে প্রায়শই কোহলিকে ওপেনিংয়ে দেখা গেলেও জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে আটবার ওপেনিং করেছিলেন তিনি। চলতি বছরের মার্চে সর্বশেষ ইংল্যান্ড সফরে ওপেনার রাহুলের বাজে পারফর্মেন্সের কারণে ওপেনিংয়ে এসেছিলেন বিরাট কোহলি। আইপিএলের দারুণ পারফর্মেন্স আবারও তাকে সে জায়গায় ফিরিয়ে আনছে।

ওপেনিং পজিশন ছেড়ে দেওয়ার বিষয়ে কোহলি বলেন, ‘আইপিএল এর আগে পরিস্থিতি ভিন্ন ছিল। তবে এখন পরিস্থিতি পুরো বদলে গেছে। আইপিএলে রাহুল দারুণ ব্যাটিং করেছে। তাঁকে ছাড়া অন্য কাউকে ওপেনার হিসেবে ভাবা মুশকিল। সে দারুণ ফর্মে আছে। আমি তিন নম্বরেই ব্যাটিং করব। আপাতত এটাই ভেবেছি।’

রোববার (২৪ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। তার আগে দুই প্রস্তুতি ম্যাচে সব ক্রিকেটারদের খেলানো হবে জানান তিনি।

এ বিষয়ে কোহলি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা কিভাবে খেলব তা ঠিক করা হয়ে গেছে। এর বাইরে অনুশীলন ম্যাচগুলোতে যতটা সম্ভব ছেলেদের সুযোগ দিতে চাই। আমরা তাদের ম্যাচের মধ্যে রাখতে চাই।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড স্কোয়াডে ইনজুরি, প্রথম ম্যাচে শঙ্কায় লিভিংস্টোন

ইংল্যান্ড স্কোয়াডে ইনজুরি, প্রথম ম্যাচে শঙ্কায় লিভিংস্টোন

ওমান বাধা পেরোতে আত্মবিশ্বাসী দল : ডোমিঙ্গো

ওমান বাধা পেরোতে আত্মবিশ্বাসী দল : ডোমিঙ্গো

রান তাড়ায় চাপে থাকে বাংলাদেশ : ওমান

রান তাড়ায় চাপে থাকে বাংলাদেশ : ওমান

ওমানের বিপক্ষে ফিরছেন নাঈম

ওমানের বিপক্ষে ফিরছেন নাঈম