সব দলের সাথেই আত্মবিশ্বাসী ভারত : কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২৪ অক্টোবর ২০২১
সব দলের সাথেই আত্মবিশ্বাসী ভারত : কোহলি

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। এ ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন সব ম্যাচের আগেই আত্মবিশ্বাসী থাকে ভারতীয় দল। তার মতে বিশ্বের যেকোনো জায়গায় যেকোনো ম্যাচের আগেই আত্মবিশ্বাসী থেকেই মাঠে নামে ভারত।

শনিবার (২৩ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে ম্যাচের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার মতে ভারতের ব্যাটিং লাইন আপ অনেক অনেক বেশি সমৃদ্ধ। তাই বিশ্বের যেকোনো জায়গায় ম্যাচ জয়ের ক্ষমতা রাখে ভারত।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বলে জানান অধিনায়ক বিরাট কোহলি। বলেন, ‘আমরা এখন অনেক শক্তিশালী একটা দল, যেকোন দলকে নিয়েই আমাদের জয়ের পরিকল্পনা থাকে।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্ব আরব আমিরাতে হয়েছে বলে সেখানকার কন্ডিশন সম্পর্কে ভালো জানা আছে বলে জানিয়েছে ভারতীয় অধিনায়ক। এছাড়াও ক্রিকেটাররা আইপিএল খেলে সরাসরি বিশ্বকাপ খেলতে আসায় তা দলের জন্য ভালো হয়েছে বলে মনে করেন তিনি।

বলেন, ‘আমাদের ছেলেরা গত দুই মাসে অনেক টি-টোয়েন্টি খেলেছে, আমাদের দলের সবাই আইপিএলে ভাল খেলেছে । আরব আমিরাতে আইপিএল হওয়ায় এখানকার কন্ডিশন সম্পর্কে আমরা অবহিত আছি। আমরা এখন এ ফরম্যাটে কাউকে ভয় পাইনা।’

দল নিয়ে করা প্রশ্নে কোহলি বলেন, ‘আমরা প্রস্তুত রয়েছি,ম্যাচে যে কেউ পারফর্ম করতে পারে। এখনি আমি নিশ্চিত করে কোন নাম বলতে চাই না।’

পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয়বারের দেখায় কোন হার নেই ভারতের। পাকিস্তানের সাথে ১৪বারের দেখায় ১৩ বারই জয়ের শেষ হাসি হেসেছে ভারত। 

রঙ্গিন পোশাকের বিশ্বকাপে দুই ফরম্যাট মিলিয়ে ১৫ বারের দেখায় এখনো পর্যন্ত একটা ম্যাচও হারেনি ভারত। তাই তো পাকিস্তানের বিপক্ষে রোববারের ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত।

স্পোর্টসমেইল২৪/এসিএইচ/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিপক্ষে পাকিস্তান দল আত্মবিশ্বাসী : বাবর আজম

ভারতের বিপক্ষে পাকিস্তান দল আত্মবিশ্বাসী : বাবর আজম

ভারতকে হারালে পাকিস্তান ক্রিকেটারদের ভবিষ্যৎ উজ্জ্বল

ভারতকে হারালে পাকিস্তান ক্রিকেটারদের ভবিষ্যৎ উজ্জ্বল

একই দিনে এশিয়ার চার জায়ান্টের লড়াই

একই দিনে এশিয়ার চার জায়ান্টের লড়াই

একদিন আগেই ভারতের বিপক্ষে ‘একাদশ’ জানালো পাকিস্তান

একদিন আগেই ভারতের বিপক্ষে ‘একাদশ’ জানালো পাকিস্তান