সেমি-ফাইনালে অনিশ্চিত পাকিস্তানের মালিক-রিজওয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৩ এএম, ১২ নভেম্বর ২০২১
সেমি-ফাইনালে অনিশ্চিত পাকিস্তানের মালিক-রিজওয়ান

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। পুরো টুর্নামেন্টজুড়ে একই একাদশ নিয়ে খেলা পাকিস্তানকে এবার পরিবর্তন আনতেই হচ্ছে। অসুস্থতার কারণে অলরাউন্ডার শোয়েব মালিক এবং উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের একাদশে থাকা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

সেমি-ফাইনালের আগের দিন পাকিস্তানের দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান এবং শোয়েব মালিক। পাকিস্তানি গণমাধ্যমের খবর, এ দুইজনের সামান্য জ্বরের কারণে অনুশীলন করতে পারেননি।

জ্বরে আক্রান্ত হওয়ার পর তাদের দুইজনের করোনা টেস্ট করানো হয়েছে। তবে তারা দুইজনের কেউই করোনা পজিটিভ হননি। তাই তাদেরকে আইসোলেশনে রাখা হয়নি।

পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, শোয়েব মালিক এবং মোহাম্মদ রিজওয়ান ম্যাচের আগে সুস্থ হলে তাদেরকে ফিটনেস টেস্ট দিতে হবে। ফিটনেস টেস্টে পাশ করলে তবেই মাঠে নামতে পারবেন তারা।

শোয়েব মালিক এবং মোহাম্মদ রিজওয়ানের পরিবর্তে পুরোদমে অনুশীলন করেছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবং অলরাউন্ডার হায়দার আলি। মালিক কিংবা রিজওয়ানের কেউ না খেললে একাদশে সুযোগ পেতে পারেন তারা।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে সাফল্য এনে দিতে দারুণ পারফর্ম করছেন রিজওয়ান এবং শোয়েব মালিক। এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন রিজওয়ান। অপরদিকে ক্যামিও ইনিংসকে দলকে বেশ সাহায্য করছেন অভিজ্ঞ শোয়েব মালিক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথম পূর্ণ সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

প্রথম পূর্ণ সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

সাত ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড

সাত ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড

পাকিস্তান সফরে রাজি নন কয়েকজন অজি ক্রিকেটার

পাকিস্তান সফরে রাজি নন কয়েকজন অজি ক্রিকেটার

আইসিসির অক্টোবর সেরা আসিফ আলি

আইসিসির অক্টোবর সেরা আসিফ আলি