প্রথম পূর্ণ সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৪ এএম, ১১ নভেম্বর ২০২১
প্রথম পূর্ণ সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে আয়ারল্যান্ড

ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রথম কোনো পূর্ণ সদস্য দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে আয়ারল্যান্ড। এ সিরিজের যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

মঙ্গলবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র ক্রিকেট বিষয়টি নিশ্চিত করেছে। চলতি বছরের ডিসেম্বরে দুই দল এ সিরিজ খেলবে। এ সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে আইরিশরা। যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ডের চুক্তি অনুযায়ী এ সিরিজের পর পরবর্তী তিন বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড সফর করবে।

১৯৭৩ সালে ক্রিকেটে প্রথমবারের মতো মুখোমুখি হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। সেবার লস অ্যাঞ্জেলেসে তিন দিনের ম্যাচ খেলেছিল দুই দল। এরপর থেকে দুই দলের মধ্যে দুইটি ৫০ ওভারের ম্যাচ এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হয়েছে। সর্বশেষ ২০১৫ সালে মুখোমুখি হয়েছিল দুই দল।

সফরের বিষয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ারেন ডিউট্রম বলেন, ‘আইসিসি ওয়ানডে সুপার লিগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন এক সিরিজের আগে যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তুতিমূলক একটি সিরিজ খেলবো। তাদের সাথে সিরিজ খেলতে পেরে আমরা আনন্দিত।’

আয়ারল্যান্ড মূল দল এবং অনূর্ধ্ব-১৯ দল একই সাথে যুক্তরাষ্ট্র সফর করবে বলে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। ২০২২ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বসবে এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। এ বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করার মূল দলের সাথে যুব দলকে রাখছে আয়ারল্যান্ড।

এ সফর উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রধান ইয়িন হিগিং বলেন, ‘আয়ারল্যান্ডকে আমাদের দেশে আনতে পারাটা কয়েকমাসের পরিশ্রমের ফসল। ক্রিকেটারদের খেলার পরিধি বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি।’

আইসিসির পূর্ণ সদস্যকে নিজেদের দেশে আনতে পারাকে নিজেদের জন্য অনেক বড় অর্জন বলে জানিয়েছেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারবে বলে আত্মবিশ্বাসি মার্কিন ক্রিকেট প্রধান।

পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজের দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। এ বিষয়ে ইয়িন হিগিং বলেন, ‘আগামী সপ্তাহেই আমরা টিকিটের বিষয়ে ঘোষণা দিবো।’

২০৩০ সালের মধ্যে আইসিসির পূর্ণ সদস্য হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে পুর্ণ সদস্য দেশগুলোর সাথে নিয়মিতই সিরিজ আয়োজন করতে চাচ্ছে তারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাত ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড

সাত ম্যাচের টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড

রোহিত শর্মা অধিনায়ক, সহ-অধিনায়ক কেএল রাহুল

রোহিত শর্মা অধিনায়ক, সহ-অধিনায়ক কেএল রাহুল

বিসিবিতে কাজ করতে আগ্রহী মাশরাফি, তবে আরও খেলতে চান

বিসিবিতে কাজ করতে আগ্রহী মাশরাফি, তবে আরও খেলতে চান

ব্যর্থ বিশ্বকাপ শেষে বার্তা দিলেন কোহলি

ব্যর্থ বিশ্বকাপ শেষে বার্তা দিলেন কোহলি