ওয়ার্নার বিশ্বকাপ সেরা হবেন, আগেই জানতেন ফিঞ্চ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৭ এএম, ১৬ নভেম্বর ২০২১
ওয়ার্নার বিশ্বকাপ সেরা হবেন, আগেই জানতেন ফিঞ্চ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরষ্কার নিজের করে নিয়েছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের আগে যে ছন্দে ছিলেন তাতে তখন এ কথা বললে কেউ বিশ্বাস করতো কি না তা বলা মুশকিল। তবে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বিশ্বাস রেখেছিলেন। তাই তো বিশ্বকাপের কয়েকমাস আগেই তিনি জানিয়েছিলেন বিশ্বকাপ সেরা হবে ডেভিড ওয়ার্নার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শেষে পুরষ্কার বিতরণী মঞ্চে অস্ট্রেলিয়া অধিনায়ক জানিয়েছেন তার চোখে সেরা অ্যাডাম জাম্পা। তবে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার

ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হওয়ার বিষয়ে ফিঞ্চ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হতে পারে, এটা আপনি আশা করেননি। আমি করেছি। কয়েকমাস আগে জাস্টিন ল্যাঙ্গারকে ফোন করে বলেছিলাম ডেভির ব্যাপারে কোনো চিন্তা করো না, সে ম্যান অব দ্য টুর্নামেন্ট হবে।’

ওয়ার্নার ম্যান অব দ্য টূর্নামেন্ট হলেও জাম্পাকে কৃতিত্ব দিতে ভোলেননি তিনি। বলেন, ‘আমার চোখে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জাম্পা। সে খেলাকে নিয়ন্ত্রণ করেছে। বড় বড় উইকেটগুলো নিয়েছে।’

বিশ্বকাপের আগ মুহূর্তে কোনোভাবেই ছন্দে ছিলেন না ডেভিড ওয়ার্নার। জাতীয় দলের জার্সিতে তার রুপ বদলে যায়। সাত ম্যাচের তিনটিতেই করেছেন হাফ সেঞ্চুরি। ফাইনালেও দলকে জেতাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

বিশ্বকাপের সাত ম্যাচ খেলে ২৮৯ রান করেছেন তিনি। এসময় তার গড় ছিল প্রায় ৪৮.১৭।

এছাড়াও ওয়ার্নারের শেষ দেখে ফেলা সমালোচকদেরও একহাত নিয়েছেন অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ‘আমার বিশ্বাস হয় না, কিছু মানুষ কয়েক সপ্তাহ আগেও ওয়ার্নারের শেষ দেখে  ফেলেছিল। এটা অনেকটা ভাল্লুককে খোঁচানোর মত ব্যাপার।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ সেরা ডেভিড ওয়ার্নার

বিশ্বকাপ সেরা ডেভিড ওয়ার্নার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের রেকর্ড-নামা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের রেকর্ড-নামা

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি শিরোপা

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি শিরোপা

রোড টু ফাইনাল : নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

রোড টু ফাইনাল : নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া