টুর্নামেন্ট সেরা হননি বাবর, হতবাক শোয়েব আকতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩১ এএম, ১৬ নভেম্বর ২০২১
টুর্নামেন্ট সেরা হননি বাবর, হতবাক শোয়েব আকতার

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক না হলেও দলের পক্ষে সবচেয়ে বেশি রান ছিল তার। সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পরেও টুর্নামেন্টের সেরার পুরষ্কার পাননি বাবর আজম। এতে বেশ হতবাক হয়েছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আকতার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন বাবর আজম। ছয় ম্যাচে ১২৬ স্ট্রাইক রেটে করেছেন ৩০৩ রান। তবুও টুর্নামেন্ট সেরার পুরষ্কার নিজের করে নিতে পারেননি তিনি। তার থেকে ১৪ রান কম করা ডেভিড ওয়ার্নার জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাব।

এ বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারেননি পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আকতার। তার মতে ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরষ্কার ওয়ার্নারকে দেওয়াটা অযৌক্তিক হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমি আশা করেছিলাম বাবর আজম টুর্নামেন্ট সেরা হবে। তা হয়নি। সিদ্ধান্তটা অযৌক্তিক ছিল।’

অস্ট্রেলিয়াকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন ওয়ার্নার। দলের বিপদের সময় হাল ধরে দলকে এগিয়ে নিয়েছেন। ফাইনালেও নিউজিল্যান্ডকে হারাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

শুধু শোয়েব আকতার নন, ক্যারিবিয়ান ক্রিকেটার শেফরন রাদারফোর্ডও আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ার্নার বিশ্বকাপ সেরা হবেন, আগেই জানতেন ফিঞ্চ

ওয়ার্নার বিশ্বকাপ সেরা হবেন, আগেই জানতেন ফিঞ্চ

মঙ্গলবার ঢাকায় আসছেন বাবর-মালিক 

মঙ্গলবার ঢাকায় আসছেন বাবর-মালিক 

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের রেকর্ড-নামা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের রেকর্ড-নামা

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি শিরোপা

নিউজিল্যান্ডকে কাঁদিয়ে অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি শিরোপা