করোনা আক্রান্ত আমির, খেলবেন না টি-টেন লিগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১২ এএম, ১৯ নভেম্বর ২০২১
করোনা আক্রান্ত আমির, খেলবেন না টি-টেন লিগ

আবুধাবি টি-টেন লিগ শুরুর আগ মুহূর্তে করোনায় আক্রান্ত হয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। এ কারণে আবুধাবি টি-টেন লিগে খেলতে পারবেন না তিনি। পাকিস্তানি পেসার আমির নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৯ নভেম্বর) থেকে শুরু হবে আবুধাবি টি-টেন লিগ। সেখানে বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল তার। তবে করোনা আক্রান্ত হওয়ায় এবারের টি-টেন লিগে খেলতে পারছেন না তিনি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) টুইটারে এক টুইট বার্তায় নিজের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। করোনা আক্রান্ত হলেও এখনও সুস্থ আছেন বলে জানান তিনি।

টুইট বার্তায় মোহাম্মদ আমির বলেন, ‘করোনা আক্রান্ত হওয়ায় এ বছর টি-টেন লিগে খেলছি না। আমি করোনায় আক্রান্ত হয়েছি। তবে এখনও সুস্থ আছি। দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হতে পারি।’

শুক্রবার থেকে শুরু হওয়া টি-টেন লিগ শেষ হবে চলতি বছরের ৪ ডিসেম্বর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটে ১৪৭ ম্যাচ খেলে ২৫৯ উইকেট শিকার করেছেন এ পেসার। ফিক্সিং কেলেঙ্কারিতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ না হলে পাকিস্তানের হয়ে ক্যারিয়ার আরও দীর্ঘ করতে পারতেন আমির।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচের একদিন আগেই ‘একাদশ’ জানিয়ে দিল পাকিস্তান

ম্যাচের একদিন আগেই ‘একাদশ’ জানিয়ে দিল পাকিস্তান

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসিকে রমিজ রাজার ধন্যবাদ

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসিকে রমিজ রাজার ধন্যবাদ

টেস্টকে বিদায় বললেন পাকিস্তানি পেসার উসমান শিনওয়ারি

টেস্টকে বিদায় বললেন পাকিস্তানি পেসার উসমান শিনওয়ারি

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টেস্ট স্কোয়াড দিলো পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টেস্ট স্কোয়াড দিলো পাকিস্তান