ম্যাচের একদিন আগেই ‘একাদশ’ জানিয়ে দিল পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৯ এএম, ১৯ নভেম্বর ২০২১
ম্যাচের একদিন আগেই ‘একাদশ’ জানিয়ে দিল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই শেষ করেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছে বাংলাদেশ। তাই তো বিশ্বকাপ স্কোয়াড থেকে এক পরিবর্তন নিয়ে বাংলাদেশে এসেছে তারা। সিরিজে প্রথম ম্যাচে নামার আগে নিজেদের একাদশ একরকম জানিয়েই দিলো পাকিস্তান।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই কাজ করেছিল পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগের দিনই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছিল পাকিস্তান।

ক্রিকেট বিশ্বে অবশ্য ঘটনাটা নতুন নয়, করোনাভাইরাস মহামারির আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো নিয়মতিই এ কাজ করতো। তবে এবার সে পথেই হাটা শুরু করেছে বাংলাদেশ।

শুক্রবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের স্কোয়াড জানিয়ে দিয়েছে পাকিস্তান দল। ঘোষিত দল থেকে একজন একাদশের বাইরে থাকবেন। তাই তো সহজেই অনুমান করা যাচ্ছে, কারা থাকছেন প্রথম ম্যাচের একাদশে।

বাংলাদেশ ম্যাচের আগে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষ মাঠে নেমেছিল পাকিস্তান। সে ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আসিফ আলি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ। বাংলাদেশ সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় বাদ পড়েছেন হাফিজ।

তাদের পরিবর্তে ১২ জনের স্কোয়াডে সুযোগ পেয়েছেন হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নেওয়াজ এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও এ চারজন কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

পাকিস্তান একাদশ (১২ জন)
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম (জুনিয়র), শাহীন শাহ আফ্রিদি এবং শোয়েব মালিক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসিকে রমিজ রাজার ধন্যবাদ

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসিকে রমিজ রাজার ধন্যবাদ

১০০ টাকায় মিলবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট

১০০ টাকায় মিলবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট

টেস্টকে বিদায় বললেন পাকিস্তানি পেসার উসমান শিনওয়ারি

টেস্টকে বিদায় বললেন পাকিস্তানি পেসার উসমান শিনওয়ারি

টুর্নামেন্ট সেরা হননি বাবর, হতবাক শোয়েব আকতার

টুর্নামেন্ট সেরা হননি বাবর, হতবাক শোয়েব আকতার