সিনিয়ররা আমার কাজ সহজ করে দিচ্ছে : নিগার সুলতানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২২ নভেম্বর ২০২১
সিনিয়ররা আমার কাজ সহজ করে দিচ্ছে : নিগার সুলতানা

২০২২ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের আগ মুহূর্তে বাংলাদেশ নারী দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়ক হিসেবে নারী দলের তিন সিনিয়র বেশ সহযোগিতা করছেন বলে জানান তিনি। এতে তার কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছে বলেও মনে করেন।

রোববার (২১ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ বাছাই পর্বে দলের তিন সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম, সালমা খাতুন এবং রুমানা আহমেদ অধিনায়কের কাজ সহজ করে দিয়েছে বলে মনে করেন নিগার সুলতানা জ্যোতি।

বিশ্বকাপ বাছাই পর্বের আগ মুহূর্তে হঠাৎ করেই তিন সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়ে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান নিগার সুলতানা। এতে দলে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন অধিনায়ক।

তিনি বলেন, ‘বিভিন্ন সময় আমি তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছি। তারা (সালমা, জাহানারা ও রুমানা) যখন আমার অধিনায়কত্বে খেলেছে আমাকে বেশ সাহায্য করেছে। ভবিষ্যতেও করবে বলে আশাবাদী।’

অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘তিন সিনিয়র ক্রিকেটার আমার কাজকে বেশ সহজ করে দিয়েছে। তারা তাদের কাজ সম্পর্কে ভালো বোঝে। এ কারণেই আমি বেশ সুবিধা পাচ্ছি।’

জাতীয় দলকে অধিনায়কত্ব করলেও বেশি উত্তেজিত নন বলে জানান তিনি। বলেন, ‘আমি অধিনায়কত্ব নিয়ে বেশি আবেগী না। আমার মূল কাজ দলের টপ অর্ডারে ব্যাট হাতে অবদান রাখা। আমি এ কাজে বেশি মনযোগী হতে চাই।’

এর আগে চারবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেললেও ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেনি বাংলাদেশ। তবে এবার ওয়ানডে বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

তিনি বলেন, ‘আমার মনে হয়, এবার আমাদের বিশ্বকাপে যাওয়ার অনেক বড় সুযোগ আছে। আমরা সবাই বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই এসেছি। আশা করি আমরা বিশ্বকাপে খেলতে পারবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পেইনকে অধিনায়ক করা ভুল বার্তা ছিল

পেইনকে অধিনায়ক করা ভুল বার্তা ছিল

শেষ ম্যাচে দলে ডাক পেলেন ইমন-কামরুল রাব্বি

শেষ ম্যাচে দলে ডাক পেলেন ইমন-কামরুল রাব্বি

শেষ ম্যাচে শঙ্কায় মোস্তাফিজ

শেষ ম্যাচে শঙ্কায় মোস্তাফিজ

শতভাগ দিয়েও পারছে না দল : মাহমুদউল্লাহ

শতভাগ দিয়েও পারছে না দল : মাহমুদউল্লাহ