শতভাগ দিয়েও পারছে না দল : মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৬ এএম, ২১ নভেম্বর ২০২১
শতভাগ দিয়েও পারছে না দল : মাহমুদউল্লাহ

ফাইল ফটো

বাংলাদেশের সামনে সুযোগ ছিল বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে উঠার। তবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হেরে বিশ্বকাপের পারফর্মেন্সেরই প্রতিচ্ছবি দেখাচ্ছে টাইগাররা। অনুশীলনে কঠোর পরিশ্রমের পরও সুযোগ হাতছাড়া হচ্ছে বলে জানান বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বকাপের হতাশাকে পাশে রেখে পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার পরও বোলারদের দৃঢতায় জয়ের আশা জাগিয়েছিল মাহমুদউল্লাহ বাহিনী। তবে দ্বিতীয় ম্যাচে সেই প্রতিরোধটুকুও গড়তে পারেনি বাংলাদেশ। পারবে কিভাবে ব্যাটাররা যে স্কোরবোর্ডে এনে দিতে পারেননি সম্মানজনক সংগ্রহ।

অনুশীলনে পরিশ্রম করার পরও মাঠে এসে সুযোগ হাতছাড়া হচ্ছে বলে জানান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘ছেলেরা অনুশীলনে অনেক পরিশ্রম করেছে। সবকিছু ভালোভাবে করার চেষ্টা করেছে। তবুও সুযোগ হাত ছাড়া হয়েছে।’

ইনিংসের প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ওপেনার সাইফ হাসান। দ্বিতীয় ওভারে নাঈম শেখ ফিরলে প্রতিরোধ গড়ে তোলেন আফিফ হোসেন এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বড় সংগ্রহের ভিত গড়ে দেওয়ার আগেই ভেঙে যায় জুটি।

অধিনায়ক বলেন, ‘আফিফ এবং শান্ত ভালো ব্যাটিং করেছে। আমি এবং শান্ত জুটি গড়ার চেষ্টা করেছিলাম। তবে শেষের দিকের ওভারগুলোতে ভালো করতে পারিনি।’

ব্যাটিংয়ের শুরুটা খারাপ হলেও বোলিংয়ে বেশ ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে প্রতিপক্ষের সামনে ছোট লক্ষ্য থাকায় বোলিংয়েও বেশি সুবিধা করতে পারেননি বোলাররা।

বড় সংগ্রহ দাড় করাতে দলকে ১৫ ওভার পর্যন্ত উইকেট ধরে রেখে খেলার পরামর্শও দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও দুই ম্যাচেই বোলিং বিভাগ নিজেদের ধারাবাহিকতা ধরে রাখায় তাদের প্রশংসা করেছেন অধিনায়ক।

বলেন, ‘আমাদের মতো দলগুলোর ১৫ ওভার পর্যন্ত ভালোভাবে সেট হওয়া দরকার। কিন্তু আমরা সেটা পারি নি। আমার মনে হয় সর্বশেষ পাঁচ-ছয় মাস ধরে বোলিং বিভাগ বেশ ভালো করছে। পেস-স্পিন দুই বিভাগই ভালো করতেছে। এখন ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হঠাৎই মাঠে দর্শক, চুমু খেলেন মোস্তাফিজের পায়ে

হঠাৎই মাঠে দর্শক, চুমু খেলেন মোস্তাফিজের পায়ে

চেনা উইকেটে পাকিস্তানের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ

চেনা উইকেটে পাকিস্তানের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ

অবসরে যাচ্ছেন তুষার ইমরান

অবসরে যাচ্ছেন তুষার ইমরান

বাংলাদেশকে জরিমানা, হাসান আলিকে তিরস্কার

বাংলাদেশকে জরিমানা, হাসান আলিকে তিরস্কার