ক্রিকেট থেকে বিদায় নিলেন তুষার ইমরান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪১ এএম, ২২ নভেম্বর ২০২১
ক্রিকেট থেকে বিদায় নিলেন তুষার ইমরান

দীর্ঘ ২১ বছরের ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানালেন ব্যাটার তুষার ইমরান। জাতীয় দলের হয়ে বলার মতো কিছু করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে অন্যতম কিংবদন্তি তিনি। 

শনিবার (২১ নভেম্বর) নিজের ফেসবুক একাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তুষার ইমরান জানান রোববার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন। অবশেষে রোববারই বিদায় জানালেন তিনি।

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার ছিলেন তুষার ইমরান। সর্বশেষ কয়েক বছরের প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফর্ম করায় তাকে জাতীয় দলে অন্তর্ভুক্তির জন্য অনেক আলোচনা করা হলেও শেষ পর্যন্ত জাতীয় দলে ডাক পাননি তিনি।

১৪ বছর আগে সর্বশেষ ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন তুষার ইমরান। এরপর আর কখনই জাতীয় দলে সুযোগ পাননি তিনি।

জাতীয় দলের জার্সি গায়ে পাঁচ টেস্ট এবং ৪১ ওয়ানডেতেই তার ক্যারিয়ার থেমে গেছে। টেস্ট ক্যারিয়ারে কোনো সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি ছাড়া ৮৯ রান। অপরদিকে ওয়ানডে ক্যারিয়ারের দুই হাফ সেঞ্চুরিতে করেছেন ৫৭৪ রান।

আন্তর্জাতিক ক্যারিয়ারে সফল না হলেও ঘরোয়া ক্রিকেটে সবসময় রানের ফোয়ারা ফুটিয়েছেন তুষার। ১৮১ প্রথম শ্রেণির ম্যাচে করেছেন ১১৯৭২ রান। অপরদিকে ১৭৩ লিস্ট ‘এ’ ম্যাচে করেছে ৪৪৩৯ রান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অবসরে যাচ্ছেন তুষার ইমরান

অবসরে যাচ্ছেন তুষার ইমরান

অভিষেকেই ইনজুরিতে পড়ে হাসপাতালে সোলজানো

অভিষেকেই ইনজুরিতে পড়ে হাসপাতালে সোলজানো

সিনিয়ররা আমার কাজ সহজ করে দিচ্ছে : নিগার সুলতানা

সিনিয়ররা আমার কাজ সহজ করে দিচ্ছে : নিগার সুলতানা

পেইনকে অধিনায়ক করা ভুল বার্তা ছিল

পেইনকে অধিনায়ক করা ভুল বার্তা ছিল