টি-টোয়েন্টিতে নিজ ঘরে টাইগারদের হোয়াইটওয়াশ লজ্জা

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২৩ নভেম্বর ২০২১
টি-টোয়েন্টিতে নিজ ঘরে টাইগারদের হোয়াইটওয়াশ লজ্জা

শেষ ওভারে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নাটকীয় বোলিং। বল হাতে দারুণ বোলিংয়ে ৩ উইকেট নিলেও শেষ বলে এলো হারের স্বাদ। শেষ বলে পাকিস্তানের জয়ের জন্য সমীকরণ দাঁড়িয়েছিল এক বলে ২ রান। শেষ বলে মোহাম্মদ নওয়াজ চার মেরে পাকিস্তানকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ঘরের মাঠে মাঠে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা পেল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোন ম্যাচেই জয় মুঠোবন্দি করতে পারেনি টাইগাররা। ২০১৮ সালের পর আবারও ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা পেল বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের এটাই প্রথম হোয়াইটওয়াশের লজ্জা।

বিশ্বকাপের হতাশাকে পাশে রেখে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপের ব্যর্থতাকে পাকিস্তান সিরিজেও টেনে নিয়ে এসেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিতের পর শেষ ম্যাচেও পেল হারের লজ্জা।

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। এছাড়াও ২২ রান করেন তিনে নামা শামীম এবং ২০ রান করেন আফিফ হোসেন ধ্রুব। পাকিস্তানের হয়ে দুইটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র এবং উসমান কাদির।

১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম মিলে পাওয়ার প্লেতে সংগ্রহ করেন ২৮ রান। পাওয়ার প্লেতে রান পেতে সংগ্রাম করলেও পরে উইকেটে নিজেদের মানিয়ে নেন পাকিস্তানি ব্যাটাররা। অথচ বাংলাদেশের ব্যাটিংয়ের সময় ব্যাটে বল পেলেও এ সুযোগের সদ্বব্যবহার করে স্কোর বোর্ডে রান তুলতে পারেনি বাংলাদেশ।

ইনিংসের ৬ষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে আসেন পেসার তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে নিজেই ফিল্ডিং করতে গিয়ে আঙ্গুলে ব্যথা পান তাসকিন। ওভার শেষ না করেই মাঠে ছাড়েন তিনি। ওভারের বাকি পাঁচ বল করেন অভিষিক্ত পেসার শহীদুল ইসলাম।

প্রথম দুই টি-টোয়েন্টির মতো তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। দশম ওভার পর্যন্ত প্রতিপক্ষের উপর এ চাপ ধরে রাখেন বাংলাদেশের বোলাররা। তাই তো প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৬ রান তুলতে পারে পাকিস্তান। তবে প্রতিপক্ষের ব্যাটারদেরকে নিয়মিত বিরতিতে প্যাভিলিয়নে ফেরত পাঠাতে না পারার ব্যর্থতায় ম্যাচ হেরেছে বাংলাদেশ।

সপ্তম ওভারে বোলিং আক্রমণে আসেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। দলকে প্রথম সাফল্যও এনে দেন এ লেগ স্পিনার। বিপদজনক হয়ে উঠার আগেই পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে ফিরিয়ে দেন তিনি। দলীয় ৩২ রানে ফিরে যান তিনি। ম্যাচে লেগ স্পিনার খেলালে তারাও যে সাফল্য্ এনে দিতে পারে কিংবা প্রতিপক্ষকে চেপে ধরতে পারে তা প্রমাণ করেছেন তিনি। এ ম্যাচে নিজের কোটার পুরোটা বল করে ২৬ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি। তবে উইকেট না পেলেও প্রথম দিকে পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরতে দারুন বোলিং করেন নাসুম আহমেদ। তিনি চার ওভারে ২০ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন।

১১তম ওভারের মাঠে ফিরে আসেন তাসকিন আহমেদ। মাঠে ফেরার ওভারে ৯ রান দেন তিনি। পরের ওভারেই নিজের লেগ স্পিন দিয়ে পাকিস্তানের রানের গতি কিছুটা হলেও রোধ করেন আমিনুল ইসলাম বিপ্লব।

১৬তম ওভারের প্রথম বলেই মোহাম্মদ রিজওয়ানকে বোল্ড করেন অভিষিক্ত পেসার শহীদুল ইসলাম। ব্যক্তিগত ৪০ রানে ফেরেন তিনি। তবে এতেও বাংলাদেশের জয়ের পথ কোনোভাবেই সুগম হয়নি।

রিজওয়ানের বিদায়ের পর হায়দার আলি এবং দীর্ঘদিন পর একাদশে ফেরা সরফরাজ আহমেদ দেখেশুনে খেলা শুরু করেন। একসময় মনে হচ্ছিলো পাকিস্তানের জয়ের বন্দরে পৌঁছাতে কোনো অসুবিধাই হবে না। তবে ১৮তম ওভারে অভিষিক্ত শহিদুল ইসলামের ওভার থেকে ৭ রান নেয় পাকিস্তান। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৮ রান।

এ ওভারেই দলকে জয়ের বন্দরে ভেড়ানোর স্বপ্ন দেখান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের প্রথম বল থেকে কোনো রান নিতে পারেননি সরফরাজ আহমেদ। দ্বিতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিড উইকেটে মোহাম্মদ নাঈমের হাতে ধরা পড়েন সরফরাজ। পরের বলেই হায়দার আলি লং অফে নাজমুল শান্তর হাতে ধরা পড়েন। এতেই তৈরি হয় ম্যাচ জয়ের সম্ভাবনা।

চতুর্থ বলে ইফতিখার আহমেদ ছক্কা হাকিয়ে ম্যাচ আবারও পাকিস্তানের দিকে হেলিয়ে নেন। তবে পঞ্চম বলেই ব্যাকওয়ার্ড পয়েন্টে ইয়াসির আলি হাতে ধরা পড়েন তিনি। এতে আবারও ম্যাচ বাংলাদেশের দিকে হেলে পড়ে। তবে শেষ বলে চার মেরে দলকে জিতিয়ে দেন মোহাম্মদ নেওয়াজ।

প্রথম দুই ম্যাচে শেষ ওভার পর্যন্ত উত্তেজনা বজায় না থাকলেও শেষ ম্যাচে ইনিংসের শেষ বল পর্যন্ত উত্তেজনা ধরে রাখে বাংলাদেশ এবং পাকিস্তান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শোয়েব মালিক ঢাকা ছাড়ার কারণ ছেলে অসুস্থ

শোয়েব মালিক ঢাকা ছাড়ার কারণ ছেলে অসুস্থ

হাঁটু প্রতিস্থাপন, দৌড়াতে পারবেন না শোয়েব আকতার

হাঁটু প্রতিস্থাপন, দৌড়াতে পারবেন না শোয়েব আকতার

কিউইদের হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রতিশোধ নিলো ভারত

কিউইদের হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রতিশোধ নিলো ভারত

কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা

কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা