রমিজ রাজার পছন্দ বলেই বিশ্বকাপে হারিস!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২২
রমিজ রাজার পছন্দ বলেই বিশ্বকাপে হারিস!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করার পর থেকেই বিতর্ক লেগে আছে পাকিস্তান ক্রিকেটে। একের পর এক সাবেক ও বর্তমান ক্রিকেটাররা সমালোচনার শুলে চড়াচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড'কে (পিসিবি)। 

অনেকেই দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। উল্লেখযোগ্যভাবে দলে সুযোগ পাননি অভিজ্ঞ পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। এরপর মালিক রীতিমতো অধিনায়ক বাবরের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন।

দল নিয়ে সমালোচকদের দলে এবার যোগ দিলেন পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল। তার আপত্তি স্কোয়াডে মোহাম্মদ হারিসের জায়গা নিয়ে। তরুণ পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার হারিসের এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয়নি।

আসন্ন বিশ্বকাপেই পাকিস্তানের হয়ে প্রথমবার টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার। এখনো কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা একজনকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে চটেছেন আজমল।

পাকিস্তানের বিশ্বকাপ দলে আফ্রিদি, বাদ ফখর জামান

শুধু সমালোচনাই করেননি, বিষ্ফোরক অভিযোগও এনেছেন। আজমলের দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার পছন্দের কারণেই দলে ডাক পেয়েছেন হারিস।

নিজের ইউটিউব চ্যানেলে আজমল বলেন, “মোহাম্মদ হারিস’কে দলে (বিশ্বকাপের) নেওয়া হয়েছে কারণ রমিজ রাজার প্রিয়। রমিজ তাকে পছন্দ করে বলেই তারা (নির্বাচকরা) তাকে দলে নিয়েছে।”

যদি পারফর্মেন্স দেখে দল নির্বাচন করা হতো তাহলে হারিসের জায়গায় সরফরাজকে দলে রাখতো নির্বাচকরা, এমনই মত আজমলের।

“আপনি যদি পারফর্মেন্স দেখেন সরফরাজ (মোহাম্মদ) ঘরোয়া টি-টোয়েন্টিতে বেশ ভালো পারফর্ম করেছে। আপনি তাকে (সরফরাজ) রিজার্ভেও রাখতে পারতেন” যোগ করেন আজমল।

চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। ২৩ অক্টোবর চীরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে এশিয়ার ষষ্ঠ শিরোপা শ্রীলঙ্কার

পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে এশিয়ার ষষ্ঠ শিরোপা শ্রীলঙ্কার

এশিয়া কাপ: মারামারির ঘটনায় ৩৯১ আফগান সমর্থক গ্রেফতার

এশিয়া কাপ: মারামারির ঘটনায় ৩৯১ আফগান সমর্থক গ্রেফতার

পাকিস্তানের পরাজয়ে আফগানিস্তানে উল্লাস

পাকিস্তানের পরাজয়ে আফগানিস্তানে উল্লাস

ডেথ ওভার ভীতি কাটিয়ে উঠতে চান হাসান মাহমুদ

ডেথ ওভার ভীতি কাটিয়ে উঠতে চান হাসান মাহমুদ