দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৬ এএম, ২৯ নভেম্বর ২০২১
দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ না হলেও পাকিস্তান ক্রিকেট দল ছেড়ে দেশে ফিরে যাচ্ছেন বোলিং পরামর্শক ভারনন ফিল্যান্ডার। মূলত করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দেখা দেওয়ায় দক্ষিণ আফ্রিকার সাথে যোগাযোগ বন্ধ করায় দল ছেড়ে দেশে ফিরছেন তিনি।

সোমবার (২৮ নভেম্বর) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

ভারনন ফিল্যান্ডার বোলিং পরামর্শক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের কোচিং প্যানেলে যুক্ত হয়েছিলেন। বিশ্বকাপ শেষে পাকিস্তান দলের সাথে এসেছিলেন বাংলাদেশ সফরে।

ঢাকায় টি-টোয়েন্টি সিরিজ শেষে চট্টগ্রাম টেস্টেও পাকিস্তান দলের সাথে ছিলেন ভারনন ফিল্যান্ডার। তবে সিরিজ শেষ হলেও মাঝপথে তাকে দেশে ফিরতে হচ্ছে। কারণ, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়ায় সারা বিশ্বের সাথে দক্ষিণ আফ্রিকার বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, চট্টগ্রাম টেস্টের শেষে ফিরতে চাইলেও সেটি এখন হচ্ছে না। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় যেভাবেই হোক তিনি এখন দেশে ফিরতে চাচ্ছেন।

বলা হয়, ‘পাকিস্তানের বোলিং পরামর্শক ভারনন ফিল্যান্ডার স্কোয়াড ত্যাগ করবে আগামীকাল (সোমবার)। কোভিড-১৯ এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ আফ্রিকায় ফ্লাইট অপারেশন বন্ধ হয়ে যাওয়ায় তাকে ফিরে যেতে হচ্ছে।’

চট্টগ্রাম টেস্টে শেষে ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। ভারনন ফিল্যান্ডার দেশে ফিরে যাওয়ায় দ্বিতীয় টেস্টে বোলিং পরামর্শক হিসেবে তাকে আর পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দল।

এদিকে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ দক্ষিণ আফ্রিকাসগ বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বও বাতিল করা হয়েছে। যেখানে পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দীর্ঘ অপেক্ষার অভিষেকে ব্যর্থ ইয়াসির রাব্বি

দীর্ঘ অপেক্ষার অভিষেকে ব্যর্থ ইয়াসির রাব্বি

বোলিংয়ে দারুণ, দিন শেষে ব্যাটিংয়ে বিবর্ণ বাংলাদেশ

বোলিংয়ে দারুণ, দিন শেষে ব্যাটিংয়ে বিবর্ণ বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে তাইজুলের ৯ম পাঁচ উইকেট

টেস্ট ক্রিকেটে তাইজুলের ৯ম পাঁচ উইকেট

এখনই অবসর নিয়ে ভাবছি না : মালিক

এখনই অবসর নিয়ে ভাবছি না : মালিক