পেশাদার ক্রিকেটারকে ধানক্ষেতেও ভালো খেলতে হবে : মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৩ ডিসেম্বর ২০২১
পেশাদার ক্রিকেটারকে ধানক্ষেতেও ভালো খেলতে হবে : মমিনুল

ঘরের মাঠে একের পর এক দারুণ পারফর্মেন্সে সফল হয়েছে বাংলাদেশ দল। ঘরের মাঠে হয়ে উঠেছিল দারুণ অপ্রতিরোধ্য। তবে পাকিস্তান সিরিজে সেই প্রতিরোধ আর ধরে রাখতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের পর প্রথম টেস্টেও কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। উইকেটের অবস্থা যাই হোক না কেন,ভালো খেলতে চান অধিনায়ক মমিনুল হক।

ঘরের মাঠে স্পিনিং ট্র্যাকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। তবে স্পোর্টিং উইকেট হওয়ার পর পাকিস্তানের বিপক্ষে সামান্য প্রতিদ্বন্দ্বীতাও গড়ে তুলতে পারেনি বাংলাদেশ। তাহলে কি ঘরের মাঠে স্পিনিং ট্র্যাকেই সফল বাংলাদেশ?

অধিনায়ক মমিনুল জানালেন, উইকেট ধানক্ষেত হলেও সেখানে পেশাদার ক্রিকেটারদের ভালো খেলা উচিত। উইকেট নিয়ে কোনো ধরনের অজুহাত দিতে রাজি নন অধিনায়ক।

তিনি বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে উইকেট কিংবা এগুলো নিয়ে অজুহাত দেওয়া কাম্য নয়। এটাতে আমি নিজেও একমত নই। যদি ধানক্ষেতেও খেলতে দেওয়া হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে সেখানেও আপনাকে ভালো খেলতে হবে। আমার মনে হয় এসব নিয়ে অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদারিত্ব দেখালেই ভালো হয়।’

বাংলাদেশ অধিনায়কের মতে জয়ের জন্য দরকার পেশাদারিত্ব। তাহলে কি বাংলাদেশ দল কি এখন পেশাদারিত্ব দেখাতে পারছে না?

এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলনেতা মমিনুল বলেন, ‘আমার তেমন মনে হয় না। পেশাদারিত্বের বিষয়টা তো কেবল উইকেট নয়, অন্য সবকিছু মিলেই কিন্তু পেশাদারিত্ব নিয়মানুবর্তিতার বিষয় আছে, ভালোমতো অনুশীলন করা, নিয়মমাফিক কাজ করা, প্রতিপক্ষের শক্তি এবং দুর্বলতার জায়গা বুঝে অনুশীলন করা, এগুলো সবই কিন্তু পেশাদারিত্বের ভেতরেই থাকে। তাই আমার মনে হয়, আপনি যেমন বলছেন, ওরকম কিছুই নয়। সবাই পেশাদারিত্ব দেখাচ্ছে, কেউ হয়তো সফল হচ্ছে, কেউ হচ্ছে না।’ 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাতেই স্কোয়াডে নাঈম শেখ

আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাতেই স্কোয়াডে নাঈম শেখ

ডোমিঙ্গো ‘বরখাস্ত’, নিউজিল্যান্ড তার শেষ সফর

ডোমিঙ্গো ‘বরখাস্ত’, নিউজিল্যান্ড তার শেষ সফর

চট্টগ্রামের মতো ঢাকাতেও ফ্ল্যাট উইকেট চান মমিনুল

চট্টগ্রামের মতো ঢাকাতেও ফ্ল্যাট উইকেট চান মমিনুল

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের ঢাকা টেস্ট

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের ঢাকা টেস্ট