অ্যাশেজের পঞ্চম টেস্ট হবে গোলাপি বলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৪ পিএম, ০৯ ডিসেম্বর ২০২১
অ্যাশেজের পঞ্চম টেস্ট হবে গোলাপি বলে

কোনো সিরিজে সাধারণত একটির বেশি দিবা-রাত্রির টেস্ট খেলতে চায়না দলগুলো। তবে এবার ভিন্ন চিত্র দেখা যাবে। চলমান অ্যাশেজে দুইটি দিবা-রাত্রির টেস্ট হবে বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হুকলি।

পূর্ব সূচি অনুযায়ী অ্যাশেজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে। এ টেস্টটি দিবা রাত্রির হতে যাচ্ছে। এ টেস্ট ছাড়াও আরেকটি টেস্ট দিবা-রাত্রির হবে নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী।

অ্যাশেজের পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী পঞ্চম টেস্টের ভেন্যু হিসেবে নির্ধারিত ছিল পার্থ। তবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্য সরকারের কঠিন কোয়ারেন্টাইন নিয়মের কারণে ভেন্যু পরিবর্তনে বাধ্য হয় সিএ। 

পার্থের পরিবর্তে নতুন ভেন্যু হিসেবে কোথায় খেলা হবে তা এখনও নিশ্চিত করেনি সিএ। তবে ম্যাচটি দিবা-রাত্রির হবে নিশ্চিত করেছেন হুকলি।

এ বিষয়ে তিনি বলেন, ‘ভেন্যু চূড়ান্ত এখনও চূড়ান্ত হয়নি। তবে পঞ্চম টেস্ট দিবা-রাত্রির হবে। অতি শীঘ্রই ভেন্যু ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’

নিক হুকলি জানান, পার্থে খেলা আয়োজন করার জন্য স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের সাথে আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছিল। তবে সরকারের কোয়ারেন্টাইন নিয়ম শিথিল করতে না চাওয়ায় তা সম্ভব হয়নি।

অ্যাশেজের ম্যাচ আয়োজন করতে না পারার ক্ষতিপূরণ হিসেবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কোন ম্যাচ আয়োজন করতে দেওয়া হবে কিংবা আর্থিক কোনো প্রোণদোনা দেওয়া হবে কিনা সে বিষয়ে কিছু জানাননি সিএ-র প্রধান নির্বাহী।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :