নেপালে হোয়াটমোরের স্থলাভিষিক্ত হলেন পাবুদু দাসানায়েক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১১ ডিসেম্বর ২০২১
নেপালে হোয়াটমোরের স্থলাভিষিক্ত হলেন পাবুদু দাসানায়েক

নেপাল ক্রিকেটের সাথে চুক্তি বাতিল করেছিলেন অস্ট্রেলিয়ান কোচ ডেভ হোয়াইটমোর। এরপর থেকেই কোচ সংকটে ভুগছিলো নেপাল। হোয়াটমোরের ফেলে যাওয়া পদে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কা ও কানাডার সাবেক ক্রিকেটার পাবুদু দাসানায়েক।

সহযোগী দেশগুলোতে অন্যতম জনপ্রিয় কোচ পাবুদু দাসানায়েক। কোচিং ক্যারিয়ারের কানাডা এবং যুক্তরাষ্টের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন।

২০১১ সালে কানাডার টানা তৃতীয় বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা এনে দেন পাবুদু দাসানায়েক। এর আগে ২০০৭ সালে কানাডা জাতীয় দলের দায়িত্ব নেন তিনি। যদিও ২০১১ সালে কানাডার দায়িত্ব ছেড়ে দেন তিনি।

নেপাল ক্রিকেটেও পাবুদু দাসানায়েকের কাজ করার অভিজ্ঞতা আছে। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত নেপাল ক্রিকেটের সাথে কাজ করেছিলেন তিনি। এ সময় নেপালকে ওয়ার্ল্ড ডিভিশন- ৪ থেকে শীর্ষ পর্যায়ে নিয়ে আসেন দাসানায়েক। এছাড়াও তার অধীনেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল নেপাল।

এরপর যুক্তরাষ্ট্র দলের দায়িত্ব নেন দাসানায়েক। যুক্তরাষ্ট্রকে ওয়ানডে মর্যাদা এনে দেন তিনি। এরপরেই যুক্তরাষ্ট্র দলের দায়িত্ব ছাড়েন তিনি।

আবারও ফিরে এলেন নেপালে। তবে কতদিনের জন্য চুক্তিবদ্ধ হলেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি নেপাল ক্রিকেট।

খেলোয়াড়ি জীবনে শ্রীলঙ্কা এবং নেপালের হয়ে খেলেছিলেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট ক্যারিয়ারকে বড় করতে না পেরে কানাডায় পাড়ি জমিয়েছিলেন তিনি। তবে সেখানেও নিজের ক্যারিয়ার বড় করতে পারেননি তিনি। ২০০৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তার পারফর্মেন্সের উপর ভিত্তি করেই ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পায় কানাডা। তবে বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। টরেন্টোর একটি ক্লাবে চাকরি করতেন দাসানায়েক। সেখান থেকে ছুটি না পাওয়ায় পারেননি বিশ্বকাপ খেলতে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

খেলতে না পারায় ইসিবির কাছে জবাব চান লামিচানে

খেলতে না পারায় ইসিবির কাছে জবাব চান লামিচানে

নেপালিদের বিনোদন দিতে চান আফ্রিদি

নেপালিদের বিনোদন দিতে চান আফ্রিদি

‘গেইল ঝড়ের জন্য প্রস্তুত হও নেপাল’

‘গেইল ঝড়ের জন্য প্রস্তুত হও নেপাল’

যুক্তরাষ্ট্র মেয়েদের ২৭০ রানে হারালো বাংলাদেশের মেয়েরা

যুক্তরাষ্ট্র মেয়েদের ২৭০ রানে হারালো বাংলাদেশের মেয়েরা