খেলতে না পারায় ইসিবির কাছে জবাব চান লামিচানে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৩ এএম, ২৩ জুলাই ২০২১
খেলতে না পারায় ইসিবির কাছে জবাব চান লামিচানে

ভিসা জটিলতার কারণে দ্য হানড্রেডে খেলতে পারছেন না নেপালি স্পিনার সন্দ্বীপ লামিচানে। একই কারণে কাউন্টি ভাইটালিটি ব্লাস্টেও খেলতে পারেননি তিনি। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে এর সদুত্তর চেয়েছেন এ লেগ স্পিনার।

নিজের ফেসবুক পেজে লামিচানে জানিয়েছেন, ইসিবি তাকে যেসব নিয়ম অনুসরণ করতে বলছিল সে সকল নিয়ম মেনেই খেলতে এসেছিলেন । তারপরও দ্য হানড্রেডে খেলতে পারছেন না। টুর্নামেন্টে ওভাল ইনভিনসিবলের হয়ে খেলার কথা ছিল তার।

লামিচানে লিখেছেন, ‘আমি যখন টায়ার-৫ ভিসার জন্য আবেদন করেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল ভাইটালিটি ব্লাস্ট এবং দ্য হানড্রেডের জন্য একটি স্পন্সরশিপ সার্টিফিকেটই (সিওএস) যথেষ্ট। কোভিড-১৯ এর কারণে আমার ভিসা পেতে দেরি হয়। এ কারণে উস্টারশায়ার আমাকে দল থেকে বাদ দেয়। তবে এরপর আমার সাথে যোগাযোগ করে জানায় ১০ জুলাইয়ের আগে আমি যুক্তরাজ্যে আসতে পারবো এবং সিওএস কার্যকর থাকায় আমার কোনো সমস্যা হবে না।’

লামিচানে আরও বলেন, ‘আমি ৯ জুলাই যুক্তরাজ্যে আসি এবং ইমিগ্রেশনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি। ইমিগ্রেশন থেকে সরাসরি সরকার নির্ধারিত জায়গায় কোয়ারেন্টাইন করতে চলে আসি। কোয়ারেন্টাইন শেষ হওয়ার দুইদিন আগে ইসিবি থেকে আমাকে বলা হয়েছে আমার ভিসা অবৈধ, যতদ্রুত সম্ভব দেশ ত্যাগ করতে হবে। আমি সমস্যা জানতে চেয়েছিলাম তবে তারা আমাকে কিছু জানায়নি।’

নেপালি এ লেগ স্পিনার জানান, ব্যাপারটা খারাপের দিকে যেতে পারে। তবে তার বৈধ ভিসা কেন অবৈধ তার সঠিক ব্যাখ্যা চান তিনি। এছাড়াও আর কাউকে যেন এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয় সে বিষয়ে ইসিবিকে লক্ষ্য রাখতে বলেন।

ইসিবির এক মুখপাত্র জানান, ‘আমরা হতাশ কারণ ভিসা জটিলতায় সন্দ্বীপ লামিচানে খেলতে পারছেন না। তবে আশা করি ভবিষ্যতে আমরা তাকে পাবো।’

ওভাল ইনভিনসিবলের সঙ্গে ৬০ হাজার পাউন্ড চুক্তিতে যুক্তরাজ্যে এসেছিলেন সন্দ্বীপ লামিচানে। এমনকি নেপাল থেকে লন্ডনে পৌঁছে দশ দিনের কোয়ারেন্টাইনও পালন করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ভিসা জটিলতায় খেলতে পারছেন না। তার পরিবর্তে ওভাল দলে যোগ দিবেন দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবারিজ শামসি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের তরুণনির্ভর টি-টোয়েন্টি দল

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের তরুণনির্ভর টি-টোয়েন্টি দল

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা ইংল্যান্ডের

২৯ জুলাই ঢাকা আসবে অস্ট্রেলিয়া, কোয়ারেন্টাইন ৩ তিন

২৯ জুলাই ঢাকা আসবে অস্ট্রেলিয়া, কোয়ারেন্টাইন ৩ তিন