মিঠুন-মিজানের জোড়া সেঞ্চুরিতে ওয়ালটনের দাপট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১
মিঠুন-মিজানের জোড়া সেঞ্চুরিতে ওয়ালটনের দাপট

বিসিবি নর্থ জোনকে প্রথম দিনেই গুটিয়ে দিয়ে ভালো শুরুর আভাস দিয়েছিল ওয়ালটন সেন্ট্রাল জোন। প্রথম দিনে দারুণ শুরু করা দুই ওপেনার মিজানুর রহমান ও মোহাম্মদ মিঠুন দ্বিতীয় দিনে তুলে নিয়েছেন সেঞ্চুরি। তাদের দু’জনেই জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে ওয়ালটন সেন্ট্রাল জোন।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের সোমবার (১৩ ডিসেম্বর) দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৪৩০ রান করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। ৮ উইকেট হাতে নিয়ে বিসিবি নর্থ জোনের চেয়ে ২১১ রানে এগিয়ে গেছে তারা। নিজেদের প্রথম ইনিংসে ২১৯ রান করেছিল বিসিবি নর্থ জোন।

ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে সর্বোচ্চ রান করেছেন বিসিএলে প্রথশবারের মতো ওপেনিং করা মিঠুন। প্রথম শ্রেণি ক্রিকেটে ব্যাট হাতে প্রথম ওপেনিংয়েই খেলেছেন ১৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস। এছাড়া দলের অপের ওপেনার মিজানুর করেছেন ১৬২ রান।

মিঠুন-মিজারের ওপেনিং জুটি থেকেই লিড নেয় ওয়ালটন সেন্ট্রাল জোন। তাদের দুজনের ব্যাট থেকে আসে ৩২৭ রান। মিঠুনের ১৭৬ রানের ইনিংসে ২১টি চারের মারে সাথে ২টি ছক্কার মার ছিল। এছাড়া মিজানের ব্যাট থেকে আসে ২১টি চার ও ৩টি ছক্কা।

দুজনকে হারানোর পর অবশ্য দ্বিতীয় দিন শেষে আর কোন উইকেট হারাতে হয়নি ওয়ালটন সেন্ট্রাল জোনের। ব্যাট হাতে সৌম্য সরকার ও সালমান হোসেন ইমন দলের স্কোর আরও বড় করছেন। দ্বিতীয় দিন শেষে ব্যাট হাতে ৩৯ রানে সৌম্য এবং ৪০ রানে সালমান অপরাজিত রয়েছেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মনোনয়ন পেয়েও সেরা হতে পারলেন না নাহিদা

মনোনয়ন পেয়েও সেরা হতে পারলেন না নাহিদা

বিসিএলে মিঠুন-মিজানুরের জোড়া সেঞ্চুরি

বিসিএলে মিঠুন-মিজানুরের জোড়া সেঞ্চুরি

ড্রাফট শেষে চূড়ান্ত হলো পিএসএলের ৬ দলের স্কোয়াড

ড্রাফট শেষে চূড়ান্ত হলো পিএসএলের ৬ দলের স্কোয়াড

অ্যাডিলেডে ইংলিশ স্কোয়াডে ফিরছেন অ্যান্ডারসন-ব্রড

অ্যাডিলেডে ইংলিশ স্কোয়াডে ফিরছেন অ্যান্ডারসন-ব্রড