অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে এক পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১
অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে এক পরিবর্তন

ব্রিসবেনে অ্যাশেজের প্রথম টেস্টে ইনজুরিতে পড়েছিলেন পেসার জশ হ্যাজলেউড এবং ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার সুস্থ হলেও সাইড স্ট্রেইনের ইনজুরিমুক্ত হতে পারেননি হ্যাজলেউড। এ কারণেই এক পরিবর্তন নিয়ে অ্যাডিলেডে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া। হ্যাজলেউডের পরিবর্তে একাদশে খেলবেন পেসার ঝাই রিচার্ডসন।

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ ওভার বোলিং করেছিলেন জশ হ্যাজলেউড। তবে তার অনুপস্থিতিতেও নিজেদের সেরাটা দিয়ে ম্যাচ জিতে নিয়েছে প্যাট কামিন্সের দল।

ইনজুরিতে পড়ায় দলের সাথে অ্যাডিলেডে না গিয়ে সরাসরি সিডনিতে পরিবারের কাছে ফিরেছেন জশ হ্যাজলেউড। তার পরিবর্তে একাদশে জায়গা পাবেন ইনফর্ম পেসার ঝাই রিচার্ডসন।

২০১৯ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের অভিষেক টেস্ট খেলেন ঝাই রিচার্ডসন। ওই সিরিজেই নিজের দ্বিতীয় টেস্ট খেলেন ঝাই রিচার্ডসন। এরপর থেকেই টেস্ট দলের বাইরে ছিলেন রিচার্ডসন। দীর্ঘদিন পর আবারও টেস্ট খেলার স্বাদ পাবেন তিনি।

ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মার্ক উডের বলে বুকের পাজরে ব্যাথা পান ডেভিড ওয়ার্নার। এ কারণে অ্যাডিলেড টেস্টে তার থাকা নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সে শঙ্কাকে দূরে সরিয়ে অ্যাডিলেড টেস্ট খেলবেন ওয়ার্নার।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মাঠে গড়াবে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। ম্যাচের আগের দিন বুধবার (১৫ ডিসেম্বর) দিবা-রাত্রির এ টেস্টের জন্য একাদশ জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। হ্যাজলেউড ছাড়া একাদশে নেই আর কোনো পরিবর্তন।

অস্ট্রেলিয়া একাদশ
মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, ঝাই রিচার্ডসন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :