নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত স্পিন কোচ হেরাথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১
নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত স্পিন কোচ হেরাথ

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে হানা দিয়েছে করোনা। করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের এক সদস্য।

শ্রীলঙ্কা থেকে সরাসরি নিউজিল্যান্ডে দলের সাথে যোগ দেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। করোনা আক্রান্ত হওয়ায় বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন তিনি।

নিউজিল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ দলকে তিন দফা করোনা টেস্ট করানো হয়। প্রথম দুই দফা সবার করোনা নেগেটিভ এলেও তৃতীয় পরীক্ষায় হেরাথের করোনা ধরা পড়ে।

এ ব্যাপারে নিউজিল্যান্ড সরকারের স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্তের উপর নির্ভর করে আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। করোনা ধরায় কোয়ারেন্টাইনের সময় বাড়তে পারে তা একরকম নিশ্চিত করেই বলা যাচ্ছে।

বাংলাদেশ দল যে ফ্লাইটে করে নিউজিল্যান্ড গিয়েছিল সেখানে বাংলাদেশ দলের পাশে একজন যাত্রী করোনা পজিটিভ ছিলেন। এ কারণে বাংলাদেশ দলের নয়জন ক্রিকেটারকে অতিরিক্ত সময় আইসোলেশন করতে হচ্ছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) থেকে জিমনেশিয়াম ব্যবহার করতে পারছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে যারা করোনা আক্রান্ত ওই ব্যক্তির পাশে ছিলেন তারা এ সুবিধা পাচ্ছেন না। 

করোনা আক্রান্ত ঐ যাত্রীর সম্ভাব্য সংস্পর্শে ছিলেন অধিনায়ক মমিনুল হক, ইয়াসির আলি রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, মেহেদী হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, নির্বাচক আব্দুর রাজ্জাক এবং সাপোর্ট স্টাফের তিন জন।

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফর করেছিল বাংলাদেশ দল। সে সময় পুরো দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হয়েছে। তবে এবার তিন দিনের কোয়ারেন্টাইন শেষেই জিমনেশিয়াম ব্যবহারে সুযোগ সুবিধা পাচ্ছে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ড সফরে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। নতুন বছরের প্রথম দিনে মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে শুরু হবে ৯ জানুয়ারি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৩ সাল পর্যন্ত টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ

২০২৩ সাল পর্যন্ত টাইগারদের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান

মনোনয়ন পেয়েও সেরা হতে পারলেন না নাহিদা

মনোনয়ন পেয়েও সেরা হতে পারলেন না নাহিদা

একাকিত্ব ভেঙে খোশ-গল্পে মেতেছিল টাইগাররা

একাকিত্ব ভেঙে খোশ-গল্পে মেতেছিল টাইগাররা