ক্রিকেট অপারেশনসের নতুন চেয়ারম্যান জালাল ইউনুস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১
ক্রিকেট অপারেশনসের নতুন চেয়ারম্যান জালাল ইউনুস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পেয়েছেন জালাল ইউনুস। এর আগে এ পদে দায়িত্ব পালন করছিলেন আকরাম খান। এবার এ পদে আসতে যাচ্ছেন জালাল ইউনুস।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া এন্ড কমিউনিকেশনস বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন জালাল ইউনুস। এখন থেকে ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পালন করবেন তিনি।

কিছুদিন আগেই ক্রিকেট অপারেশনসের দায়িত্ব থেকে সরে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন আকরাম খান। এরপর থেকেই নতুন ক্রিকেট অপারেশনসের দায়িত্বে কে আসবেন সেটা নিয়ে ছিল গুঞ্জন। শেষ পর্যন্ত জালাল ইউনুসের উপরই ভরসা রেখেছে বিসিবি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) জালাল ইউনুসকে ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। চেয়ারম্যান পদে পরিবর্তন আসলেও ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন আগের মেয়াদে দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন।

জালাল ইউনুসের ছেড়ে আসা মিডিয়া এন্ড কমিউনিকেশনস বিভাগের চেয়ারম্যান হিসেবে তানভীর আহমেদ টিটু। এ কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জালাল ইউনুস।

ক্রিকেট অপারশেনসে জালাল ইউনুসের সহকারী হিসেবে কাজ করা খালেদ মাহমুদ সুজন তার আগের দায়িত্বেই বহাল আছেন। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করবেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবিতেই থাকছেন আকরাম, পেলেন নতুন দায়িত্ব

বিসিবিতেই থাকছেন আকরাম, পেলেন নতুন দায়িত্ব

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স

বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স

এশিয়া কাপে নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

এশিয়া কাপে নেপালকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

তিন ফরম্যাট ‘অসম্ভব’, টেস্ট নিয়ে ভাবছেন সাকিব

তিন ফরম্যাট ‘অসম্ভব’, টেস্ট নিয়ে ভাবছেন সাকিব