জয় বাংলাদেশের সুপারস্টার হবে: আশা মমিনুলের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১
জয় বাংলাদেশের সুপারস্টার হবে: আশা মমিনুলের

বয়সভিত্তিক দল এবং ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করে জাতীয় দলে ডাক পেয়েছেন ব্যাটার মাহমুদুল হাসান জয়। শুধু জাতীয় দলে ডাক পাওয়া নয়, খেলে ফেলেছেন নিজের অভিষেক ম্যাচও। এবার জাতীয় দলের হয়ে তার পথচলা আরও বড় হওয়ার অপেক্ষা। বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মমিনুল হকের আশা মাহমুদুল হাসান জয় হবেন বাংলাদেশের সুপারস্টার ক্রিকেটার।

নিজের অভিষেক ম্যাচে ভালো কিছু করতে পারেননি মাহমুদুল হাসান। তবে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে দারুণ করেছেন তিনি। এরপরেই তার প্রতি নিজের আস্থার কথা জানিয়েছেন অধিনায়ক মমিনুল।

শুক্রবার (৩১ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মমিনুল বলেন, ‘আমি ওর (মাহমুদুল হাসান জয়) প্রতি খুবই ইমপ্রেস। সে ভালো ক্রিকেট খেলবে এটাই আমি আশা করি। হয়তো ভালো প্লেয়ার হওয়ার চান্সও আছে।’

২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ফাইনালে উঠার পথে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল হাসান জয়। মূলত তার সেঞ্চুরিতে ভর করেই ফাইনালে পা রেখেছিল বাংলাদেশের যুবারা। তখনই তাকে ভালো লেগেছিল বলে জানান অধিনায়ক।

এ বিষয়ে অধিনায়ক বলেন, ‘অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে ও যখন ইংল্যান্ডের সাথে সেঞ্চুরি করেছে তখন ওকে দেখেই ভালো লেগেছিল।’

তরুণ এই ক্রিকেটারের উপর ভরসা রাখতে চান অধিনায়ক মাহমুদুল হাসান জয়। জানান, তাকে নিয়ে বেশ আশাবাদী তিনি।

বলেন, ‘আমি ওকে (মাহমুদুল হাসান জয়) নিয়ে খুবই আশাবাদী। আমার মনে হয় ও পরবর্তীতে বাংলাদেশের সুপারস্টার হতে পারে। এভাবে মিডিয়ার সামনে না বলাই ভালো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :