স্ট্যাম্পে বল লেগেও নট আউট স্টোকস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৭ জানুয়ারি ২০২২
স্ট্যাম্পে বল লেগেও নট আউট স্টোকস

অস্ট্রেলিয়ান পেসার ক্যামেরুন গ্রিনের জোরালো আবেদনে বেন স্টোকসকে আউট দেন আম্পায়ার। আম্পায়ারের এ সিদ্ধান্তের বিরোধিতা করে রিভিউ নেন স্টোকস। বিস্ময় উপহার দিলো রিভিউয়ের ফুটেজ! ১৩৪.১ কিলোমিটার গতির বল স্ট্যাম্পে আঘাত হানার পরও পড়েনি বেল। তাই স্টোকসকে আউট ঘোষণা করতে পারেনি আম্পায়াররা।

শুক্রবার (৭ জানুয়ারি) অ্যাশেজের সিডনি টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের ইনিংসে ৩১তম ওভারে এ ঘটনা ঘটে। রাউন্ড দ্য উইকেটে করা ক্যামেরুন গ্রিনের এ বল ছেড়ে দেন বেন স্টোকস। প্রথম দেখাতেই স্পষ্ট বোঝা যাচ্ছিলো বল স্ট্যাম্পে লেগে কিপারের গ্লাভসে জমা হয়। তবে বেলস পড়েনি।

বেল না পড়ায়, এলবিডব্লিউয়ের আবেদন করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বল আঘাত লাগার শব্দ হওয়ায় আম্পায়ার পল রাইফেলও ভেবেছিলেন বল পায়ে লেগে কিপারের গ্লাভসে জমা হয়েছে। 

আম্পায়ারের এ সিদ্ধান্তের পর রিভিউ নিতে দেরি করেনি বেন স্টোকস। সে রিভিউতে দেখা যা, বল কোনো ভাবেই স্টোকসের পায়ের ধারের কাছেও ছিল না। তবে বল অফ স্ট্যাম্পের এক প্রান্তে আঘাত করে উইকেটরক্ষকের হাতে জমা হয়। তবে বেলস না পড়ায় নিয়ম অনুযায়ী বোল্ড আউট হন নি তিনি।

এরপর অবশ্য বেশ হাসিতে ফেটে পড়েন বেন স্টোকস। অপরদিকে অজি ওপেনার ডেভিড ওয়ার্নার স্ট্যাম্প নাড়িয়ে দেখতে শুরু করেন।

সেবার আউট না হলেও পরে অবশ্য লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন বেন স্টোকস। নাথান লায়নের বলে ৬৬ রান করে ফিরে যান তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :