টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন নিরোশান গুণাথালিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২২
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন নিরোশান গুণাথালিকা

শ্রীলঙ্কার ক্রিকেটে বইছে বিদায়ের অশ্রুধারা। ভানুকা রাজাপাকসের পর এবার বিদায়ের ঘোষণা দিলেন দানুষ্কা গুণাথালিকা। আন্তর্জাতিক ক্রিকেটের নিষিদ্ধ থাকা এ ক্রিকেটার আর টেস্ট ক্রিকেটে খেলবেন না বলে জানিয়েছেন তিনি।

২০২১ সালে ইংল্যান্ড সফর চলাকালীন জৈবসুরক্ষা বলয় ভেঙে শাস্তির মুখে পড়েন লঙ্কান চার ক্রিকেটার। তাদের মধ্যে একজন হলেন দানুষ্কা গুণাথালিকা। এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট এবং ছয় মাসের জন্য ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি। চলতি বছরের জুনে শেষ হবে এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ।

এর মধ্যেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যে শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) দেওয়া এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রীলঙ্কার হয়ে ৮ টেস্ট খেলেছেন দানুষ্কা গুণাথিলাকা। এ সময় বল হাতে এক উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন ২৯৯ রান।

শ্রীলঙ্কার গণমাধ্যম জানাচ্ছে, মূলত সীমিত ওভারের ক্রিকেটে আরও বেশি মনযোগ হতে টেস্টকে বিদায় বলেছেন তিনি। সীমিত ওভারের  ক্রিকেটে খেলেছেন ৪৪ ওয়ানডে এবং ৩০ টি-টোয়েন্টি।

টেস্টকে বিদায় জানিয়ে গুনাথিলাকা বলেছেন, ‘দেশের হয়ে খেলা আমার জন্য সবসময় গর্বের এবং আমি আশা করছি ভবিষ্যতেও শ্রীলঙ্কার হয়ে প্রতিনিধিত্ব করে নিজের সেরাটা দিতে পারবো যখনই আমি ডাক পাবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :