আফগান যুবাদের জন্য পাল্টে গেল বিশ্বকাপের সূচি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২২
আফগান যুবাদের জন্য পাল্টে গেল বিশ্বকাপের সূচি

ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে শুক্রবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৪তম আসর। এই আসরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ এবং বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

তবে একেবারে শেষ মুহূর্তে এসে পড়তে হলো জটিল পরিস্থিতিতে। আফগানিস্তান ক্রিকেট দলের ভিসা জটিলতার কারণে পরিবর্তন আনতে হলো বিশ্বকাপের সময় সূচিতে।

সমস্যাটা শুরু হয় দুবাইয়ে অনুষ্ঠিত যুব বিশ্বকাপ থেকে। যুব বিশ্বকাপ খেলতে গিয়েছিল আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রাখার কথা ছিল তাদের। কিন্তু ভিসা জটিলতার কারণে সেটা না হওয়ায় তারা খেলতে পারেনি দুইটি প্রস্তুতি ম্যাচও (১০ ও ১২ জানুয়ারি)।

যদিও ভিসা সমস্যা কেটে গেছে। বুধবার (১২ জানুয়ারি) তারা রওয়ানা দিয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্য। তবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের কারণে আগের সূচি অনুযায়ী মাঠে নামা হবে না তাদের। এ কারণেই মূলত আফগানিস্তানের গ্রুপ ‘সি’ এর সূচিতে রদবদল এনেছে আইসিসি।

আনুষ্ঠানিক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, ‘আমরা গ্রুপ সি এর জন্য সূচিগুলো নতুন করে করেছি। যাতে সব ম্যাচ বরাদ্দকৃত সময়সীমার মধ্যে হতে পারে। এই সমাধানটি খুঁজে বের করার ক্ষেত্রে অংশগ্রহণকারী সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’

‘সি’ গ্রুপের নতুন সূচি
১৫ জানুয়ারি - জিম্বাবুয়ে বনাম পাপুয়া নিউগিনি
১৭ জানুয়ারি - পাকিস্তান বনাম জিম্বাবুয়ে
১৮ জানুয়ারি - আফগানিস্তান বনাম পাপুয়া নিউগিনি
২০ জানুয়ারি - পাকিস্তান বনাম আফগানিস্তান
২২ জানুয়ারি - পাকিস্তান বনাম পাপুয়া নিউগিনি
২২ জানুয়ারি - আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কন্ডিশন কঠিন নয়, প্রস্তুতি ভালো : রাকিবুল

কন্ডিশন কঠিন নয়, প্রস্তুতি ভালো : রাকিবুল

যুব বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা

যুব বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘এ’ গ্রুপের নজরে বাংলাদেশ-ইংল্যান্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘এ’ গ্রুপের নজরে বাংলাদেশ-ইংল্যান্ড