কন্ডিশন কঠিন নয়, প্রস্তুতি ভালো : রাকিবুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১২ জানুয়ারি ২০২২
কন্ডিশন কঠিন নয়, প্রস্তুতি ভালো : রাকিবুল

ক্যারিবিয়ান অঞ্চলে প্রথমবারের মতো বসতে যাচ্ছে যুব বিশ্বকাপের আসর।  ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে খেলতে নামবে বাংলাদেশ। এবারের আসরে মাঠে নামার আগে কন্ডিশনকে চাপ মানতে রাজি নন যুব টাইগারদের অধিনায়ক রাকিবুল হাসান। জানান, কন্ডিশন কঠিন নয়। এছাড়া স্বল্প সময়েও ভালো প্রস্তুতি হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর আগে আইসিসির অন্যান্য টুর্নামেন্ট আয়োজিত হলেও প্রথমবারের মতো যুব বিশ্বকাপ আয়োজন করছে তারা। স্বাভাবিকভাবেই কন্ডিশন সম্পর্কে কম ধারণা নিয়েই বিশ্বকাপ খেলতে এসেছে দলগুলো। এরপরেও কন্ডিশন কঠিন বলতে নারাজ অধিনায়ক রাকিবুল হাসান।

বলেন, ‘কন্ডিশন কঠিন নয়। দুই সপ্তাহ ধরে এখানে আছি। আমরা এখানে বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছি। এছাড়াও ওয়ার্নার পার্কে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছি আমরা।’

করোনাভাইরাস মহামারির কারণে স্বল্প প্রস্তুতি নিয়েই যুব বিশ্বকাপে মাঠে নেমেছে বাংলাদেশের যুবারা। কিন্তু এ বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না অধিনায়ক রাকিবুল।

তিনি বলেন, ‘করোনার কারণে সব দলই প্রস্তুতি ঘাটতি নিয়ে এসেছে। আমরা যতটুকু সুযোগ পেয়েছি তা কাজে লাগানোর চেষ্টা করেছি। আশা করি ভালো করবো।’

২০০৪ এবং ২০০৬ যুব বিশ্বকাপে টানা দুই বার শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তানের যুবারা। বাংলাদেশের সামনেও রয়েছে সেই সুযোগ। তবে এখনই শিরোপা নিয়ে চিন্তা করতে নারাজ রাকিবুল। বরং ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চান যুব অধিনায়ক। প্রথমে কোয়ার্টার ফাইনালেই নজর রাখছেন তিনি।

এছাড়াও বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে এবারের বিশ্বকাপেও খেলতে নামবেন যুব দলের তিন ক্রিকেটার। তারা পুরো স্কোয়াডকে দল হিসেবে খেলার জন্য অনুপ্রাণিত করছেন বলে জানিয়েছেন অধিনায়ক।

বলেন, ‘আমরা যারা ওই দলে (বিশ্বকাপজয়ী) ছিলাম, তারা সবাইকে চিয়ার আপ করতেছি। সবাইকে বলছি দল হয়ে খেলতে হবে। সবাই যেন সবাইকে চিয়ার আপ করতে পারে।’

সর্বশেষ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে দলকে শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিলেন অধিনায়ক রাকিবুল হাসান। সেবার অধিনায়ক না হলেও এবার দলের নেতা তিনি। কিন্তু সেটা নিয়ে অতিরিক্ত চাপ নিতে নারাজ রাকিবুল। বরং, নিজের কাজটা ভালোভাবে করতে বেশি আগ্রহ তার।

রোববার (১৬ জানুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যুব বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা

যুব বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘এ’ গ্রুপের নজরে বাংলাদেশ-ইংল্যান্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘এ’ গ্রুপের নজরে বাংলাদেশ-ইংল্যান্ড

‘দেশে লেগ স্পিনারের উইকেট নেই, ক্রিকেটারদের সাহসও নেই’ 

‘দেশে লেগ স্পিনারের উইকেট নেই, ক্রিকেটারদের সাহসও নেই’ 

যুব বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, অধিনায়ক রাকিবুল

যুব বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, অধিনায়ক রাকিবুল