ঋষাভ পান্থকে নতুন অধিনায়ক হিসেবে চান গাভাস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২১ পিএম, ১৬ জানুয়ারি ২০২২
ঋষাভ পান্থকে নতুন অধিনায়ক হিসেবে চান গাভাস্কার

ভারতের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও ওয়ানডের পর টেস্টেও ভারতীয় ক্রিকেট বোর্ডকে নতুন অধিনায়ক নিয়োগ দিতে হবে। ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবে তা নিয়ে জল্পনা-কল্পনাও শুরু হয়ে গেছে। ভারতের সাবেক ওপেনার সুনীল গাভাস্কারের পছন্দের শীর্ষে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ।

রোহিত শর্মা ও লোকেশ রাহুল অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে পান্থকে অধিনায়ক হিসেবে চান গাভাস্কার।

তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞাসা করা হলে আমি বলবো ঋষভ পান্থকে টেস্টের অধিনায়ক করা উচিত। টাইগার পতৌদি মাত্র ২১ বছর বয়সে টেস্ট অধিনায়ক হয়েছিলেন। তারপর তিনি কী করেছেন আমরা সকলেই জানি। হাঁস যেমন জলে সাবলীল তেমনভাবেই অধিনায়কত্ব করেছেন তিনি। আমরা দিল্লি ক্যাপিটালসের হয়ে পান্থকে অধিনায়কত্ব করতে দেখেছি। আমার বিশ্বাস ও ভারতীয় দলকেও ভালোভাবে গড়ে তুলতে পারবে।’

অচমকা কোহলির সরে দাঁড়ানোর ঘটনায় সারা ক্রিকেট বিশ্বেই আলোড়ন শুরু হয়েছে। যদিও কোহলির হঠাৎ সিদ্ধান্তে মোটেই অবাক হননি গাভাস্কার। তিনি মনে করেন কোহলির এমন সিদ্ধান্ত খানিকটা প্রত্যাশিতই ছিল।

গাভাস্কারের ভাষ্যমতে, ‘আমি একেবারেই অবাক নই। আমি তো ভেবেছিলাম খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই এই সিদ্ধান্ত জানাবে কোহলি। অধিনায়ক হিসাবে আমিও দেখেছি, বিসিসিআই বিদেশের মাটিতে সিরিজ হার ভালোভাবে নেয় না। এক্ষেত্রে বিরাটের অধিনায়কত্ব হারানোর সম্ভাবনা ছিল। আগেও এমন হয়েছে। আমি নিশ্চিত এবারও সেরকম কিছু হতে পারতো। কারণ, এই সিরিজ ভারতের সহজেই জেতা উচিত ছিল।’

টেস্ট দলের নিয়মিত সদস্য পান্থ। অধিনায়কত্ব পেলে এই উইকেটরক্ষক ব্যাটারের ব্যাটিংও বদলে যাবে বলে বিশ্বাস করেন গাভাস্কার। পান্থের প্রশংসা করতে গিয়ে রোহিতের সঙ্গে তাকে তুলনা করেছেন সাবেক এই ভারতীয় ওপেনার।

তিনি বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পরই রোহিতের ব্যাটিং বদলে যায়। ৩০, ৪০, ৫০ রানের ইনিংসগুলোকে সে ১০০, ১৫০ রানে পরিণত করা শুরু করে। আমার মনে হয় অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে পড়লে পান্তের ব্যাট থেকেও আমরা সেঞ্চুরিয়নের মতো বহু ইনিংস দেখতে পাব।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টের অধিনায়কত্বও ছাড়লেন বিরাট কোহলি

টেস্টের অধিনায়কত্বও ছাড়লেন বিরাট কোহলি

কলকাতার বোলিং কোচের দায়িত্বে ভরত অরুণ

কলকাতার বোলিং কোচের দায়িত্বে ভরত অরুণ

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ল ভারত

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ল ভারত

প্রতিভার নিদারুণ অপচয় এক গুরাভ

প্রতিভার নিদারুণ অপচয় এক গুরাভ