টেস্টের অধিনায়কত্বও ছাড়লেন বিরাট কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৫ জানুয়ারি ২০২২
টেস্টের অধিনায়কত্বও ছাড়লেন বিরাট কোহলি

বিশ্বকাপ ব্যর্থতার পর টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। এরপর তাকে ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দয়ে বিসিসিআই। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর টেস্টের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ালেন তিনি।

শনিবার (১৫ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে বিরাট কোহলি এ তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে ক্রিকেটের কোন ফরম্যাটেই আর ভারতের নেতৃত্ব দিবেন না তিনি।

বিবৃতিতে কোহলি লিখেন, ‘গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম ও ধৈর্য দেখিয়ে দলকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ সততার সঙ্গে এ কাজ করেছি এবং কিছু বাদ রাখিনি। কোনো একটা স্তরে এসে সবকিছুই এক সময় থেমে যায় এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে আমার কাছেও এটাই থেমে যাওয়ার সময়।’

তিনি আরও বলেন, ‘এ যাত্রাপথে অনেক উত্থান এবং পতন হয়েছে। কিন্তু কখনই চেষ্টা বা বিশ্বাসের খামতি থাকেনি। যা’ই করি না কেন, বার বার নিজের ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করেছি। যদি সেটা না পারি, তাহলে আমি জানি এটা সঠিক কাজ নয়। দলের প্রতি অসৎ হতে পারবো না।’

বিবৃতিতে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর কথাও লিখেছেন বিরাট কোহলি। তিনি বলেন, ‘রবি শাস্ত্রী এবং বাকি সাপোর্ট স্টাফরা প্রশংসা প্রাপ্য। ভারতীয় দল যেভাবে একটা গাড়ির মতো ধারাবাহিকভাবে উপরে ওঠে এসেছে, সেই গাড়ির ইঞ্জিন ছিলেন তারা। আমার দর্শনকে সত্যি করার জন্য তোমাদের ভূমিকা ছিল অসামান্য।’

টেস্ট নেতৃত্ব ছাড়ার বিবৃতির শেষ দিকে সাবেক অধিনায়ক ও সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনির প্রসংশা করেছেন বিরাট কোহলি। বলেন, ‘এমএস ধোনিকে সব থেকে বেশি ধন্যবাদ, আমাকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করার জন্য। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি, এ বিশ্বাস ধোনির ছিল।’

২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে প্রথমবার ভারতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন বিরাট কোহলি। ধোনি চোটে পড়ায় অধিনায়কের দায়িত্ব সামলিয়েছিলেন তিনি। সেই সিরিজের তৃতীয় টেস্টে ধোনি অবসর ঘোষণা করলে ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব পান কোহলি।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্ব ছাড়া ঘোষণা দেন বিরাট কোহিল। ১৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে কোহলি জানিয়ে দেন, বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি ফরম্যাটে আর জাতীয় দলের নেতৃত্ব দিবেন না।

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার পর বিশ্বকাপ শেষে ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও বিরাট কোহলিকে সরিয়ে দেওয়া হয়। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারার পর এ ফরম্যাট থেকেই বিদায় নিলেন দলনেতা বিরাট কোহলি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় বিতর্কিত রিভিউয়ে ক্ষুব্ধ ভারত

দক্ষিণ আফ্রিকায় বিতর্কিত রিভিউয়ে ক্ষুব্ধ ভারত

প্রতিভার নিদারুণ অপচয় এক গুরাভ

প্রতিভার নিদারুণ অপচয় এক গুরাভ

কোহলির অধিনায়কত্ব চলে যাওয়ায় খুশি শাস্ত্রী

কোহলির অধিনায়কত্ব চলে যাওয়ায় খুশি শাস্ত্রী

কোহলি বেশ ঝগড়াটে : সৌরভ

কোহলি বেশ ঝগড়াটে : সৌরভ