কমনওয়েলথ গেমসে জয় দিয়ে বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২২
কমনওয়েলথ গেমসে জয় দিয়ে বাংলাদেশ নারী দলের যাত্রা শুরু

কমনওয়েলথ গেমস বাছাই পর্বে  নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়া নারী দলকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরে কিনারা একাডেমি ওভালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৯ রানেই থামে স্বাগতিকরা। জবাবে ৮ উইকেট হাতে রেখে ৮ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় বাংলাদেশ।

বাংলাদেশের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ম্যাচের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়া নারী দল। সুরাইয়া আজমিন, রুমানা আহমেদ, সালমা খাতুনদের বোলিংয়ের কোনো জবাবই ছিলো না তাদের কাছে।

মালয়েশিয়ার হয়ে ব্যাট হাতে দুই অঙ্কের কোটা ছুঁতে পারেন কেবল দুইজন। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেন স্বাগতিক অধিনায়ক উইনিফ্রেড দুরাইসিঙ্গাম। দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান আসে মাস এলিসার ব্যাট থেকে । বাকিদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভার শেষে ৪৯ রানেই থামে মালয়েশিয়ার ইনিংস।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুইটি করে উইকেট নেন সুরাইয়া আজমিন এবং রুমানা আহমেদ। একটি করে উইকেট দখল করেন সালমা খাতুন, নাহিদা আক্তার এবং রিতু মনি।

৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাট হাতে ছোটখাটো ঝড় তুলেন ওপেনার শামিমা সুলতানা। আরেক প্রান্তে দেখেশুনে আগাতে থাকেন মুরশিদা খাতুন। দু’জন মিলে ৫ ওভারেই গড়ে ফেলেন ৩৮ রানের জুটি।

১৯ বলে ৪ চার এবং ১ ছক্কায় ২৮ রান করে শামিমা বিদায় নিলে ভাঙ্গে এই জুটি। খানিকবাদে ১৬ বলে ১৪ রান করে মুরশিদাও ফিরে যান সাজঘরে।

বাকি পথটা নিরাপদে পাড়ি দিয়ে দলকে জয়ের বন্দরে নোঙ্গর করান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং ফারজানা হক। জ্যোতি অপরাজিত থাকেন ৩ রানে ও ফারজানা ৭ রানে।

বল হাতে ৪ ওভারে ৪ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রুমানা আহমেদ। কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (১৮ জানুয়ারি) কেনিয়া নারী দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জাহানারার বিষয়টি স্পর্শকাতর, সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

জাহানারার বিষয়টি স্পর্শকাতর, সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি নেতৃত্বেও নিগার সুলতানা জ্যোতি

বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি নেতৃত্বেও নিগার সুলতানা জ্যোতি

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলো নারী ক্রিকেটাররা

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলো নারী ক্রিকেটাররা

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ