ইনজুরি শঙ্কায় মাশরাফি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২২
ইনজুরি শঙ্কায় মাশরাফি!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরকে সামনে রেখে অনুশীলন শুরু করেছিলেন পেসার মাশরাফি বিন মর্তুজা। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে অনুশীলনে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছেন মাশরাফি। ব্যথা কতটা গুরুতর তা এখনও জানা যায়নি।

বিপিএলে দল পাওয়ার পর চলতি বছরের ৬ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করেছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অনুশীলন শুরুর আগে নিজেই জানিয়েছিলেন পিঠের ব্যাথায় ভুগছেন তিনি।

এরপর সুস্থ হয়ে বোলিংও শুরু করেছিলেন মাশরাফি। তবে মঙ্গলবার (১৮ জানুয়ারি) অনুশীলনে বোলিং করার সময় আবারও পায়ে ব্যাথা পান তিনি। এরপর বোলিং বন্ধ করে মাঠ ছাড়েন।

মঙ্গলবার গা গরম করে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে অনুশীলন শুরু করেছিলেন মাশরাফি। এরপর কিছু সময় বোলিং করার পায়ে ব্যথা অনুভব করেন তিনি। এরপর আর বোলিং করেননি।

মাশরাফির চোটের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মিনিস্টার গ্রুপ ঢাকার ফিজিও এনামুল হক। তিনি বলেন, ‘ব্যথা পাওয়ায় অনুশীলন বন্ধ করে দিয়েছে। কালকের (বুধবার) গেলে অবস্থা বোঝা যাবে। এর আগ পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। রাতে যদি ব্যথা কমে তাহলে সে বোলিং করতে পারবে।’

এক বছরের বেশি সময় পর মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মাশরাফি। এর আগে ২০২০ সালের ১৮ ডিসেম্বর সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিনিয়র ক্রিকেটার না থাকায় ‘কমিউনিকেশন গ্যাপ’ শঙ্কায় কুমিল্লা

সিনিয়র ক্রিকেটার না থাকায় ‘কমিউনিকেশন গ্যাপ’ শঙ্কায় কুমিল্লা

বিপিএলে মিনিস্টার গ্রুপ  ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ

বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ

বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম-বরিশাল, প্লে-অফে রিজার্ভ ডে

বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম-বরিশাল, প্লে-অফে রিজার্ভ ডে

অনেক ক্রিকেট খেলেছি, তবে সুযোগ পেলে ভালো লাগতো: আশরাফুল

অনেক ক্রিকেট খেলেছি, তবে সুযোগ পেলে ভালো লাগতো: আশরাফুল