বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২২
বিপিএলে মিনিস্টার গ্রুপ  ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শক্তিশালী দল গড়েছে ঢাকা। প্লেয়ার ড্রাফটের পর দলটির মালিকানা বুঝে পেয়েছে মিনিস্টার গ্রুপ। দলটি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের টি-টোয়েন্টি দলনেতা মাহমুদউল্লাহ রিয়াদ।

তামিম ইকবাল, মাশরাফি মর্তুজা এবং মাহমুদউল্লাহকে নিয়ে শক্তিশালী দল গড়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা। দলটির অধিনায়ক কে হবে তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। সব কিছু অবসান ঘটিয়ে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। তামিম-মাশরাফি-রিয়াদ ছাড়াও ঢাকা দলে আছেন রুবেল হোসেন, নাঈম শেখ, ইবাদতের মতো তারকা ক্রিকেটাররা।

বিদেশি ক্যাটাগরিতে নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ শেহজাদ এবং ইসুরু উদানার মতো আন্তর্জাতিক ক্রিকেটে মাতানো তারকারাও।

মিনিস্টার গ্রুপ ঢাকা স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, কায়েস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, মোহাম্মদ শাহজাদ, ফজলে হক ফারুকী, নাইম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শামসুর রহমান শুভ, ইবাদত হোসেন ও রিশাদ হোসেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ ছেড়ে পাকিস্তানের কোচ হচ্ছেন ওটিস গিবসন

বাংলাদেশ ছেড়ে পাকিস্তানের কোচ হচ্ছেন ওটিস গিবসন

যাচ্ছেন গিবসন, থাকছেন ডোমিঙ্গো

যাচ্ছেন গিবসন, থাকছেন ডোমিঙ্গো

১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ টেস্ট র‍্যাংকিংয়ে লিটন দাস

১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সর্বোচ্চ টেস্ট র‍্যাংকিংয়ে লিটন দাস

রেটিং হারিয়েছে বাংলাদেশ, সঙ্গে অবনমনও

রেটিং হারিয়েছে বাংলাদেশ, সঙ্গে অবনমনও