বর্ণবাদী আচরণে বিচারের মুখোমুখি বাউচার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ পিএম, ২১ জানুয়ারি ২০২২
বর্ণবাদী আচরণে বিচারের মুখোমুখি বাউচার

বর্ণবৈষম্যের বিরুদ্ধে সরব হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট বিশ্ব। দক্ষিণ আফ্রিকাও এর ব্যতিক্রম হয়নি। দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচারের বিরুদ্ধেও এসেছে বর্ণবাদের অভিযোগ। এ কারণে তাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।

চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে বিচার কাজ শুরু হবে। এ শুনানি পরিচালনা  টেরি মোতাও। খেলোয়াড়ি জীবনে সরীত্থ পল অ্যাডামসের বিরুদ্ধে বর্ণবাদমূলক কথা বলায় এই শুনানির মুখোমুখি হচ্ছেন তিনি।

এ বিষয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) চেয়ারম্যান লসন নাইডু বলেন, ‘বোর্ড বরাবরই বর্ণবৈষম্যের বিপক্ষে। এই ব্যাপারে বোর্ড সবসময়ই সচেতন। দক্ষিণ আফ্রিকা তাদের সংবিধান সবসময়ই মেনে চলে। এই ব্যাপারে স্বচ্ছতায় বিশ্বাস করে।’

২০২২ সালের শুরুতেই বর্ণবাদ বিরোধী একটি প্রতিবেদন তৈরি করেছিল সিএসএ। এ প্রতিবেদনে মার্ক বাউচারসহ আরও অনেক ক্রিকেটারের নামে বর্ণবাদের অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতেই বিচারের মুখোমুখি হচ্ছেন বাউচার।

অভিযোগ আসার পর অবশ্য বিষয়টি শিকার করে নিয়েছেন মার্ক বাউচার। তিনি জানান, দলে সতীর্থ পল অ্যাডামসের বিশেষ নামকরণ করা হয়েছিল। তবে দাবি করেছেন, বর্ণবাদের বিষয় চিন্তা করে এই নামকরণ করা হয়নি।

শুধু মার্ক বাউচার নয় তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্স, সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের বিপক্ষেও আছে বর্ণবাদের অভিযোগ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :