ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ফেলেছেন আসিফ আলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২২
ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে ফেলেছেন আসিফ আলি

পাকিস্তানের হয়ে আর কোনো আন্তর্জাতিক আসরে দেখা যাবে না পাকিস্তানের ব্যাটার আসিফ আলিকে। দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপই ছিলো তার খেলা সর্বশেষ বিশ্ব আসর। বিশ্বকাপের আগে থেকেই এই পরিকল্পনা করে বিশ্বকাপে গিয়েছিলেন।

পাকিস্তানের শীর্ষ এক গণমাধ্যমকে দেয়া স্বাক্ষাৎকারে এমনটাই জানালেন পাকিস্তানের এই মিডল অর্ডার ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই সবটা মনোযোগ টি-টোয়েন্টির দিকেই দিয়েছিলেন আসিফ।

বিশ্বকাপের আগে সিদ্ধান্ত নিয়েছিলেন নিজের সেরাটাই দিবেন। তিনি দিয়েছেনও। নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে তার ম্যাচ জেতানো ২৭ ও ২৫ রানের ইনিংস দু’টি প্রশংসিত হয়েছে ক্রিকেট মহলে।

বিশ্বকাপের আগে আসিফের পারফর্ম্যান্স নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। যারা সমালোচনা করতো , তাদেরকেও এক হাত নিলেন এই তারকা। খেলা না বুঝে পরিস্থিতি না বুঝে সমালোচনা করাটা অনুচিত বলে মনে করেন ৩০ বছর বয়সী এই ব্যাটার।

আসিফ বলেন, ‘আমি যে জায়গায় খেলি সেখানে অনেক উত্থান-পতন আছে। একজন মিডল অর্ডার ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে আমি খুব কম দুই বা তিনটি বল পাই। লোকেরা দেখতে পায় না আমি কখন ব্যাট করি বা আমি কতটা বল পাই।

আসিফ আরো বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সমালোচনা গ্রহণ করি না। কিন্তু যারা ক্রিকেট সম্পর্কে কিছু জানেন না তারা যখন আমার সম্পর্কে মন্তব্য করেন তখন খারাপ লাগে।’ পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে ৪৩২ রান করেছেন আসিফ আলি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি

নারী বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ

নারী বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ

বিশ্বকাপে ভারতকে আবারও হারানোর হুমকি দিলেন শোয়েব

বিশ্বকাপে ভারতকে আবারও হারানোর হুমকি দিলেন শোয়েব

কোহলিকে জোর করে সরানো হয়েছে : শোয়েব আখতার

কোহলিকে জোর করে সরানো হয়েছে : শোয়েব আখতার