নারী বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৪ জানুয়ারি ২০২২
নারী বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফ

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের নারী ক্রিকেটার বিসমাহ মারুফ। এবার জাতীয় দলেও ডাক পেয়েছেন তিনি। শুধু ডাক পাননি, অধিনায়ক হিসেবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নারী দলকে নেতৃত্ব দিবেন বিসমাহ।

সোমবার (২৪ জানুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিস) নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। সেখানেই অধিনায়ক হিসেবে বিসমাহ মারুফকে দায়িত্ব তুলে দিয়েছে পিসিবি।

সাম্প্রতিক সময় নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করেছে পিসিবি। এ সময় তারা পিসিবির কেন্দ্রীয় চুক্তির অধীনে থাকবেন এছাড়াও দলে ফেরার এক বছর পর্যন্ত এ চুক্তি কার্যকর থাকবে।

মাতৃকালীন ছুটিয়ে কাটিয়ে কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বিসমাহ। প্রায় দুই বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।

বিসমাহ মারুফ দলে ফিরলেও বাদ পড়েছেন কাইনাত ইমতিয়াজ এবং সাদিয়া ইকবাল। জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপ বাছাই পর্বের দলে ছিলেন তারা। তবে ইনজুরির কারণে বিশ্বকাপ যাত্রায় দলের সঙ্গী হতে পারছেন না তারা।

এ দুইজনের বদলি হিসেবে তিন বছর পর দলে ফিরছেন লেগ স্পিনার ঘুলাম ফাতিমা। এছাড়াও দলে সুযোগ পেয়েছে নাহিদা খান। বিসমাহ মারুফের সহকারী হিসেবে থাকবেন নিদা দার।

বিশ্বকাপ যাত্রার আগে করাচিতে ১০ দিনে ক্যাম্প করবে পাকিস্তানের নারীরা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হবে এ ক্যাম্প।

পাকিস্তান স্কোয়াড
বিসমাহ মারুফ (অধিনায়ক), নিদা দার (সহ-অধিনায়ক), আইমান আনোয়ার, আলিয়া রিয়াজ, আনাম আমিন, ডায়না বেগ, ফাতিমা সানা, ঘুলাম ফাতিমা, জাভেরিয়া খান, মুনিবা আলি, নাহিদা খান, নাশরা সান্ধু, ওমাইমা সোহেল, সিদরা আমিন এবং সিদরা নওয়াজ।

ট্রাভেলিং রিজার্ভ
ইরাম জাভেদ, নাজিহা আলভি এবং তুবা হাসান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী বিশ্বকাপে ভারতের স্কোয়াড ঘোষণা

নারী বিশ্বকাপে ভারতের স্কোয়াড ঘোষণা

নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত

নারী ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত

সমকামী বিয়ের পর এবার ক্রিকেটকে বিদায় বললেন কিমিন্স

সমকামী বিয়ের পর এবার ক্রিকেটকে বিদায় বললেন কিমিন্স