চট্টগ্রাম পর্বে বিপিএলে যুক্ত হচ্ছে এডিআরএস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২২
চট্টগ্রাম পর্বে বিপিএলে যুক্ত হচ্ছে এডিআরএস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বে আম্পায়ারিং নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। এরপরেই ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) বিকল্প নেওয়ার চিন্তা ভাবনা করেছে বিপিএল গর্ভনিং কাউন্সিল। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম পর্বের শুরু থেকেই মাঠে থাকবে অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস)।

ডিআরএসের মতোই যেকোনো দল সর্বোচ্চ দুইটি রিভিউ নিতে পারবে প্রতি দল। রিভিউ নেওয়ার জন্য প্রত্যেক দল ১৫ সেকেন্ড করে সময় পাবে। তবে ক্যাচ নয় শুধু লেগ বিফোর আউটের ক্ষেত্রেই কার্যকর হবে এডিআরএস।

ডিআরএস না থাকায় বিপিএলে নেই বল ট্র্যাকিং প্রযুক্তি। এ কারণেই বল ট্র্যাকিং প্রযুক্তির জায়গায় ব্যবহার করা হবে ‘শেডেড এরিয়া’। সেখানে বল কোথায় পিচ করেছে এবং ইম্প্যাক্ট কোথায় তা বোঝা যাবে।

বল ট্র্যাকিং না থাকায় বলের অবস্থান এবং গতিপথের একটি স্বচ্ছ্ব চিত্র দাঁড় করাবেন টিভি আম্পায়ার। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে পুরো বিষয়টি।

এছাড়াও বল ব্যাট এবং প্যাডে লেগেছে কিনা তা স্নিকোমিটার কিংবা আল্ট্রা এজ না থাকায় মাইক্রোফোনের শব্দের সাথে ভিডিওর সামঞ্জস্য বিবেচনা করে এখানে সিদ্ধান্ত নেওয়া হবে। এডিআরএসের পুরো বিষয়টি নির্ভর করছে তৃতীয় আম্পায়ারের উপর।

বুধবার (২৬ জানুয়ারি) দলগুলির ম্যানেজার, কোচ, অধিনায়কদের সঙ্গে আলোচনায় বসে বিপিএল গভর্নিং কাউন্সিল, প্লেয়িং কন্ট্রোল টিম ও প্রোডাকশন টিম। তাদের সম্মিলিত আলোচনা থেকে আসে ‘এডিআরএস’ ব্যবহারের সিদ্ধান্ত। পরে এটি যোগ করা হয় টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশনে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল এখন বন্দর নগরী চট্টগ্রামে

বিপিএল এখন বন্দর নগরী চট্টগ্রামে

বিপিএলের আত্মবিশ্বাস আফগানিস্তান সিরিজে কাজে লাগবে : সোহান

বিপিএলের আত্মবিশ্বাস আফগানিস্তান সিরিজে কাজে লাগবে : সোহান

এক নজরে বিপিএলের ঢাকা পর্বের সেরা পাঁচ

এক নজরে বিপিএলের ঢাকা পর্বের সেরা পাঁচ

বিপিএল থেকে ছিটকে গেলেন সিলেটের পেসার আল আমিন

বিপিএল থেকে ছিটকে গেলেন সিলেটের পেসার আল আমিন