পিএসএলে বাবর আজমের পারফরম্যান্সে হতাশ করাচির ভক্তরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
পিএসএলে বাবর আজমের পারফরম্যান্সে হতাশ করাচির ভক্তরা

বিশ্বের সেরা ব্যাটারদের একজন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তার সবচেয়ে ভালো দিক হলো ধারাবাহিকভাবে রান করে যেতে পারেন। তার পড়তি ফর্ম খুব একটা দেখা যায় না। কিন্তু পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে পাকিস্তানি ওপেনারের ব্যাটে বড় রান নেই। যে জন্য তার উপর হতাশ করাচি কিংসের ভক্তরা।

পিএসএলের চলমান আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মোটে ৯৬ রান করেছেন বাবর। নেই কোনো ফিফটি। যা তার সাথে একদমই বেমানান। করাচিকে পরবর্তী ধাপে যেতে হলে বাবরকে অবশ্যই ব্যাট হাতে জ্বলে উঠতে হবে। দলের প্রয়োজনে বাবর জ্বলে উঠবেন বলেই বিশ্বাস সবার।

চলতি আসরে এখন পর্যন্ত জয়ী দলগুলোর বেশিরভাগেরই উপরের সারির ব্যাটাররা রান পেয়েছে। তাই বাবর আজমের রান না পাওয়া ভাবিয়ে তুলেছে সমর্থকদের। কারণ তার উপরই অনেকটা নির্ভরশীল করাচি কিংস।

বাবরের এমন পারফর্ম্যান্সে মোটেও খুশি নন জানিয়ে পাকিস্তানের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের সাথে আলাপচারিতায় করাচি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বলেন, ‘বাবরের যেভাবে পারফর্ম করা উচিত সেভাবে করছেন না। আমরা তার ব্যাটিং দেখতে এসেছি কিন্তু সে এখন পর্যন্ত আসরে বড় স্কোর করতে পারেনি।’

ওই ছাত্র আরো বলেন, ‘সে একজন ক্লাস প্লেয়ার। আমি তার কভার ড্রাইভ পছন্দ করি। আমরা করাচি কিংসের জন্য তার কাছ থেকে রান চাই কারণ আমরা এই দলটিকে সমর্থন করি।’

আরেক যুবক বলেন। ‘আমি বাবরের ব্যাটিং পছন্দ করি কিন্তু সে এখন পর্যন্ত তার ফর্ম দেখাতে পারেনি। এতে করাচির ক্রিকেটপ্রেমীরা হতাশ হয়েছে। তাকে রক্ষকের ভূমিকা পালন করতে হবে।’

পাকিস্তান সুপার লিগে এ পর্যন্ত ৬১ ম্যাচে ৪২ দশমিক ৪৭ (৪২.৪৭) গড়ে মোট ২১৬৬ রান সংগ্রহ করেছেন বাবর। এক সঙ্গে ২১টি অর্ধশতক নিয়ে রান করাদের তালিকায় শীর্ষে রয়েছেন ২৭ বছর বয়সী এই ব্যাটার।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসএল খেলতে মুখিয়ে আছেন বিদেশি তারকারা

পিএসএল খেলতে মুখিয়ে আছেন বিদেশি তারকারা

স্তন ক্যান্সার সচেতনায় পিএসএলকে কাজে লাগাবে পিসিবি

স্তন ক্যান্সার সচেতনায় পিএসএলকে কাজে লাগাবে পিসিবি

বিমানবন্দরে বন্ধু শাদাবকে চমকে দিলেন ‘ড্রাইভার’ হাসান আলি

বিমানবন্দরে বন্ধু শাদাবকে চমকে দিলেন ‘ড্রাইভার’ হাসান আলি

হরভজনের চেয়ে ভালো ব্যাটার ছিলাম : উমর গুল

হরভজনের চেয়ে ভালো ব্যাটার ছিলাম : উমর গুল