রমিজ রাজাকে হাফিজের তীক্ষ্ণ খোঁচা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪০ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২২
রমিজ রাজাকে হাফিজের তীক্ষ্ণ খোঁচা

পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজের সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজার দা-কুমড়ো সম্পর্ক। দুই বছর আগে থেকে দু’জনের সম্পর্কের চরম অবনতির শুরু। পরে অবশ্য সব ঠিকঠাক মনে হলেও জমানো ক্ষোভ আবারও উগড়ে দিলেন হাফিজ।

যদিও সরাসরি রমিজ রাজার নাম নেননি হাফিজ। তবে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তানের সাবেক অধিনায়ক পিসিবির চেয়ারম্যান হয়েছেন ঠিকই। কিন্তু তিনি আদতে ক্রিকেট বোঝেন কিনা সেটা নিয়েই হাফিজ সন্দিহান। এছাড়া পিসিবির চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়ারও সমালোচনা করেছেন হাফিজ।

পাকিস্তানের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ‘প্রফেসর’ খ্যাত এই ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি, পিসিবির চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াটাই বাজে। এমন একটা পদে একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। ব্যাপারটা খুবই দৃষ্টিকটু।’

সেই সঙ্গে পিসিবি চেয়ারম্যান নির্বাচনের উপায়ও বাতলে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। হাফিজ বলেন, ‘আমি মনে করি, পিসিবি চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের মাধ্যমে কারও আসা উচিত। নির্বাচনের মাধ্যমেই কেবল সবার জন্য গ্রহণযোগ্য কাউকে বেছে নেওয়া সম্ভব। এ পদে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা আদতে ক্রিকেটই বোঝেন না।’

দুই বছর আগে হাফিজের দলে থাকা না-থাকা নিয়ে কিছু বিরূপ মন্তব্য করেছিলেন রমিজ রাজা।। কথাগুলো হাফিজের কানে যেতেই ইটের বদলে পাটকেল ছুঁড়ে মেরে হাফিজ বলেছিলেন, ১২ বছরের ছেলেও রমিজ রাজার চেয়ে ভালো ক্রিকেট বোঝে।

তবে হাফিজের সাথে পিসিবি প্রধানের এমন সম্পর্ক ক্রিকেট মাঠে কোনো প্রভাব ফেলতে পারেনি। কেননা, ২০২১ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছিলেন হাফিজ। ব্যাপারটা তখন অবাক করার মতোই ছিল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসএলে বাবর আজমের পারফরম্যান্সে হতাশ করাচির ভক্তরা

পিএসএলে বাবর আজমের পারফরম্যান্সে হতাশ করাচির ভক্তরা

হরভজনের চেয়ে ভালো ব্যাটার ছিলাম : উমর গুল

হরভজনের চেয়ে ভালো ব্যাটার ছিলাম : উমর গুল

‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’

‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’

করোনায় আক্রান্ত আফ্রিদি, বলছেন দুর্ভাগ্য

করোনায় আক্রান্ত আফ্রিদি, বলছেন দুর্ভাগ্য